HighlightNewsদেশ

তামিলনাড়ুতে সিবিআই হেফাজত থেকেই উধাও হয়ে গেল ৪৫ কোটি টাকা মূল্যের সোনা; তদন্তে নামল পুলিশ-সিআইডি

টিডিএন বাংলা ডেস্ক: খোদ সিবিআইয়ের হেফাজত থেকে উধাও হয়ে গেল বাজেয়াপ্ত করা ১০৩ কেজি সোনার বার এবং গয়না। যার বাজারমূল্য প্রায় ৪৫ কোটি টাকা। এই ঘটনার তদন্তের জন্য মাদ্রাজ হাইকোর্ট তামিলনাড়ু পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ও সিআইডিকে দায়িত্ব দিয়েছে।

প্রসঙ্গত ২০১২ সালে সুরানা কর্পোরেশন লিমিটেড এর অফিসে তল্লাশি চালানোর সময় মোট ৪০০.৪৭ কেজি সোনার বার ও গয়না বাজেয়াপ্ত করেছিল সিবিআই। এরপর ওই সংস্থার আলমারির লকারেই এই বাজেয়াপ্ত করা সোনা রেখে দেওয়া হয়েছিল। ওই লকারের ৭২ টি চাবি চেন্নাইয়ের প্রিন্সিপাল স্পেশাল কোর্টে জমাও দিয়েছিল সিবিআই। তা সত্ত্বেও কিভাবে ১০৩ কেজি সোনা উদ্ধার হয়ে গেল তাই নিয়েই প্রশ্ন ওঠে আদালতে। এই ঘটনার তদন্ত আগামী ৬ মাসের মধ্যে পুলিশ সুপার পদমর্যাদার কোন অফিসারের নেতৃত্বে শেষ করার নির্দেশ দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট।

আদালতের এই সিদ্ধান্তের পর এই ঘটনার তদন্ত ভার রাজ্য পুলিশের হাতে দিলে মর্যাদাহানি হবে বলেও জানানো হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে। যদিও সিবিআইয়ের এই দাবি মানতে চায়নি আদালত। পাল্টা বিচারপতির মন্তব্য, সিবিআইয়ের বিশেষ ধরনের শিঙ আছে আর পুলিশের শুধু লেজ আছে এটা ভাবা ঠিক নয়। এটা সিবিআইয়ের অগ্নিপরীক্ষা। তাদের হাত যদি সীতার মতো পরিষ্কার হয় তা হলে তা আরও উজ্জ্বল হবে। তা যদি না হয়, তা হলে তার পরিণাম ভুগতে হবে।

Related Articles

Back to top button
error: