রাতের অন্ধকারে একাধিক বাড়িতে লাগানো হল আগুন, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু অন্তত ১০ জন!

নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা : বীরভূমের রামপুরহাটে রাতের অন্ধকারে একাধিক বাড়িতে লাগানো হল আগুন। এই নৃশংস ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে পুরুষ ও মহিলা মিলিয়ে অন্তত ১০ জনের! জানা গিয়েছে, গত সোমবার সন্ধ্যায় বীরভূমের রামপুরহাটের বরিশাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ নিজের অফিস সংলগ্ন এলাকায় দুষ্কৃতীদের বোমা র হামলায় নিশংস ভাবে খুন হন। অভিযোগ এই খুনের ঘটনার প্রতিশোধ নিতে ঐ উপপ্রধান এর অনুগামীরা যাদের কে তারা এই ঘটনার সঙ্গে জড়িত মনে করেন তাদের বাড়িতে আগুন লাগিয়ে দেয় মাঝরাতে। এই পাল্টা প্রতিশোধের ঘটনায় মৃত্যু হল প্রায় ১০ জনের বেশি পুরুষ ও মহিলার। তবে সব দেহ এখনও উদ্ধার হয়নি। এঁদের মধ্যে বেশিরভাগই মহিলা বলে জানা যাচ্ছে। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মানুষ। দুঃখের ছায়া নেমেছে গ্রামে। তাই রামপুরহাটের বগটুই গ্রামের অবস্থা এখন থমথমে।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। বাইরে থেকে কাউকে গ্রামের মধ্যে ঢুকতে দেওয়া হচ্ছে না। এমনকি পুলিশকেও গ্রামের মধ্যে ঢুকতে দেওয়া হচ্ছে না। এখনও পর্যন্ত একজনের দেহ উদ্ধার করে রামপুরহাট হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দেহগুলি কি করা হয়েছে সে বিষয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার তদন্তের জন্য সিট গঠনের নির্দেশ দিয়েছেন। যদিও প্রাথমিকভাবে অনুমান কোন রাজনৈতিক সংঘর্ষ নয় দুষ্কৃতীদের দুটি গোষ্ঠীর গন্ডগোলের এই খুন এবং পাল্টা খুনের ঘটনা ঘটেছে।
কপ্টারে করে ঘটনাস্থলে উদ্দেশ্যে রওনা দিয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। যাচ্ছে সিআইডি এর বিশেষ দল।