HighlightNewsরাজ্য

পশ্চিমবঙ্গে লোকসভা ভোটে ইন্ডিয়া জোটের আসন রফা নিয়ে জট! কংগ্রেসকে ২ আসন ছাড়লেও বামেদের আসন ছাড়তে নারাজ তৃণমূল

টিভিএন বাংলা ডেস্ক: ইন্ডিয়া জোটে শরিক এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও বিরোধী দল বাম-কংগ্ৰেস। জাতীয় পর্যায়ে এই জোট সুবিধা জনক হলেও পশ্চিমবঙ্গে লোকসভা ভোটে আসন রফা নিয়ে সৃষ্টি হয়েছে জট! কংগ্রেসকে ২ টি আসন ছাড়লেও বামেদের জন্য কোনো আসন ছাড়তে একেবারেই নারাজ তৃণমূল কংগ্রেস। আর সেই কথা প্রকাশ্যে ঘোষণা ও করেছে শাসকদল।

আর মাত্র কয়েক মাস পরেই লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোটের প্রচার ও পরিকল্পনা‌। যে কোনো মূল্যে বর্তমান শাসক দল বিজেপিকে পরাজিত করতে বদ্ধপরিকর বিরোধী জোট ‘ইন্ডিয়া’। কোন রাজ্যে কারা কোথায় প্রার্থী দেবে তা নির্ধারণ করতে তিনটি শর্ত রেখেছে এই জোট। এক, গতবারের লোকসভা নির্বাচনের ফল, দুই, গতবারের বিধানসভা নির্বাচনের ফল এবং তিন, গতবারের লোকসভা ও বিধানসভা নির্বাচনের ফল দেখা।’

এই শর্ত অনুযায়ী যেহেতু তৃণমূল এই রাজ্যের শাসক দল এবং প্রায় সব আসনে বেশি শক্তিশালী তাই তারা কংগ্রেসের জন্য ২ টি আসন ছাড়তে রাজি হয়েছে। কিন্তু লোকসভা ও বিধানসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী বাম জোট যেহেতু আগের ৩টি শর্ত অনুযায়ী খুবই খারাপ অবস্থানে আছে তাই তাদের কোনো আসন ছাড়তে রাজি না তৃণমূল। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একইসঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে, এই দুটি আসনের মধ্যে কংগ্রেস চাইলে একটি সিপিএমকে দিতে পারে। তাতে তৃণমূল কংগ্রেসের আপত্তি নেই।

Related Articles

Back to top button
error: