HighlightNewsদেশ

করোনা পরিস্থিতিতে রাজ্যবাসীর স্বাস্থ্যের কথা ভেবে দীপাবলিতে বাজি পোড়ানোয় নিষেধাজ্ঞা জারি রাজ্যে; জানালো রাজস্থানের গেহলট সরকার

টিডিএন বাংলা ডেস্ক: দেশের বিভিন্ন শহরে প্রতিদিন বেড়েই চলেছে করোনার সংক্রমণের হার। এই পরিস্থিতিতে রাজ্যবাসীর স্বাস্থ্যের কথা ভেবে এবছর দীপাবলিতে বাজি পোড়ানোর নিষেধাজ্ঞা জারি করল রাজস্থানের গেহলট সরকার। একটি টুইট করে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট জানান, করোনায় আক্রান্ত রোগী এবং সাধারণ মানুষকে বাজি ফাটানোর দরুন বিষাক্ত গ্যাসের ক্ষতিকর প্রভাবের থেকে বাঁচাতে রাজ্য সরকারের তরফ থেকেবাজি পোড়ানো এবং বিক্রি করা নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা মহামারীর এই দুঃসময়ে মানুষের প্রাণ বাঁচানোর সরকারের সর্বপ্রথম লক্ষ্য।

https://twitter.com/ashokgehlot51/status/1323130038867259394?s=20

তিনি আরো লেখেন, বাজি পোড়ালে যে বিষাক্ত ধোঁয়ার সৃষ্টি হয় তা যেমন করোনার রোগীদের ক্ষেত্রে ক্ষতিকর তেমনি যারা হার্টের এবং শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভোগেন তাদের জন্যও ক্ষতিকর। এই পরিস্থিতিতে দীপাবলিতে বাজি পোড়ানো এড়িয়ে চলা উচিত মানুষের।

https://twitter.com/ashokgehlot51/status/1323130040842743809?s=20

অশোক গেহলট আরো লেখেন, দীপাবলী উপলক্ষে বিভিন্ন ধরনের বাজি বিক্রি করার জন্য যে সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষণিক সময়ের জন্য বিক্রি করার অধিকার দেওয়া হয় সেই সমস্ত লাইসেন্স বাতিল করার জন্য সংশ্লিষ্ট দফতরগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি বিবাহ এবং অন্যান্য অনুষ্ঠানেও বাজি পোড়ানো বাজি ফাটানো বন্ধ করা উচিত।

https://twitter.com/ashokgehlot51/status/1323130042818285568?s=20

Related Articles

Back to top button
error: