রাজ্য

উদয়নারায়ণপুরে ১৪ হাজার ৩১১ ভোটে জয়ী হলেন তৃণমূল প্রার্থী সমীর পাঁজা

টিডিএন বাংলা ডেস্ক: সকাল থেকেই জোরকদমে চলছে ভোট গণনা। বেলা যত বাড়ছে ততোই দু’শোর গণ্ডি পেরিয়ে এগিয়ে চলেছে তৃণমূল। শেষ পাওয়া খবর অনুযায়ী, উদয়নারায়ণপুরে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সমীর পাঁজা। মোট ১৪ হাজার ৩১১ ভোটে জয়ী হয়েছেন তিনি। এছাড়া এনামুলের যে সমস্ত প্রার্থীরা নিজেদের নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী থেকে ব্যবধান অনেকটাই বাড়িয়ে নিয়েছেন তাঁরা হলেন সুজিত বসু, জাভেদ খান, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, সুব্রত মুখোপাধ্য়ায়, বেচারাম মান্না, শোভনদেব চট্টোপাধ্যায়, মদন মিত্র, হুমায়ুন কবীর, শশী পাঁজা, দেবব্রত মজুমদার ও মলয় ঘটক।

বাঁকুড়া এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, মানিকতলায় এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী শশী পাঁজা, চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়, টালিগঞ্জে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় কে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে গেছেন অরূপ বিশ্বাস, ডেবরায় বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে পেছনে ফেলে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী হুমায়ুন কবীর, বালিগঞ্জে এগিয়ে গেছেন তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়, বিধান নগরে এগিয়ে গেছেন তৃণমূল প্রার্থী সুজিত বসু,রাজারহাট-গোপালপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী অদিতি মুন্সি,
রাজারহাট-নিউটাউনে এগিয়ে তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায়,
ভবানীপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়,
রাসবিহারীতে এগিয়ে তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার,কামারহাটিতে এগিয়ে তৃণমূল প্রার্থী মদন মিত্র,
মানিকতলায় এগিয়ে তৃণমূল প্রার্থী সাধন পাণ্ডে,
আসানসোল দক্ষিণে এগিয়ে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ, চন্দননগরে এগিয়ে তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল সেন,
কলকাতা বন্দরে এগিয়ে তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম,
যাদবপুরের এগিয়ে তৃণমূল প্রার্থী দেবব্রত মজুমদার,
সিঙ্গুরে এগিয়ে তৃণমূল প্রার্থী বেচারাম মান্না, বারুইপুর পশ্চিমে এগিয়ে তৃণমূল প্রার্থী বিমান বন্দ্যোপাধ্যায়
ভবানীপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টেপোধ্যায়,
এন্টালিতে এগিয়ে তৃণমূল প্রার্থী স্বর্ণকমল সাহা,
পানিহাটিতে এগিয়ে তৃণমূল প্রার্থী নির্মল ঘোষ, রামপুরহাটে এগিয়ে তৃণমূল প্রার্থী আশিস বন্দ্যোপাধ্যায়,
কসবায় এগিয়ে তৃণমূল প্রার্থী জাভেদ খান,
খড়দায় এগিয়ে তৃণমূল প্রার্থী প্রয়াত কাজল সিনহা।

Related Articles

Back to top button
error: