উত্তরপ্রদেশে বিষমদ খেয়ে মৃত ৬, হাসপাতালে ভর্তি আরো ১৫

প্রতীকী ছবি

টিডিএন বাংলা ডেস্ক: উত্তরপ্রদেশে বিষমদ খেয়ে মৃত্যু হলো ছয়জনের। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আরো ১৫ জন। ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে প্রয়াগরাজে। ইতিমধ্যেই প্রয়াগরাজের আমিল্লা গ্রাম থেকে একজন দেশি মদের দোকানের মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়ে প্রয়াগরাজের জেলাশাসক ভানু চন্দ্র জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃতদেহগুলি অটোপসিতে পাঠানো হয়েছে। মদের নমুনাও পরীক্ষা করতে পাঠানো হয়েছে। দুটোর রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। ধৃত দোকান মালিক দম্পতির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।