টিডিএন বাংলা ডেস্ক: জরুরি অবস্থায় ব্যবহারের জন্য স্পুটনিক ভি-এর সিঙ্গল ডোজের সংস্করণ স্পুটনিক লাইটকে শুক্রবার অনুমোদন দিলো ভারত। করোনার বিরুদ্ধে ভ্যাকসিনেশনের প্রক্রিয়াকে আরো জোর কদমে চালাতে কেন্দ্রীয় সংস্থার পক্ষ থেকে এই ভ্যাকসিনকে অনুমোদন দেওয়া হয়েছে। প্রসঙ্গত, “স্পুটনিক ভি”-এর প্রথম টিকার সমকক্ষ এই “স্পুটনিক লাইট” সিঙ্গল ডোজ সংস্করণ। বৈজ্ঞানিক প্রটোকল অনুসারে এই ভ্যাকসিনের থেকে প্রাপ্ত সুরক্ষা এবং প্রতিরোধ ক্ষমতা সুনিশ্চিত করার জন্য প্রয়োজনীয় উন্নত মানের পরীক্ষা এখনো বাকি আছে।
Related Articles
হরিয়ানায় নিহত সাবির মল্লিকের পরিবারের সাথে জামাআত নেতৃত্বের সাক্ষাৎ, ন্যায়বিচার দাবি
2 September 2024
পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ও বিজেপির পারস্পরিক বোঝাপড়া ও মেরুকরণ আবারও সামনে চলে এসেছে: আইএসএফ
5 June 2024