দেশ

করোনা চিকিৎসার ভার রাজ্যের, বড় ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর এম কে স্ট্যালিনের

টিডিএন বাংলা ডেস্ক : শপথ নেওয়ার পরই বড় সিদ্ধান্ত নিলেন তামিলনাড়ুর নয়া মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। ভোটের আগে তৈরি ম্যানিফেস্টো অনুযায়ী এবার ওই রাজ্যে যাঁদের ‘রাইস কার্ড’ রয়েছে (তামিলনাড়ু সরকারের প্রকল্প), তাঁরা ৪ হাজার করে পাবেন কোভিডের চিকিৎসার জন্য। চলতি মাসেই প্রথম কিস্তির ২ হাজার করে দেওয়া হবে রাইস কার্ড হোল্ডারদের। এমনই জানানো হয়েছে তামিলনাড়ু সরকারের তরফে।

সরকারি হিসেব অনুযায়ী, এই মুহূর্তে তামিলনাড়ুতে প্রায় ২ কোটি মানুষ রয়েছেন এই রাইস কার্ড হোল্ডারের তালিকায়। কোভিড আক্রান্তদের চিকিৎসার ক্ষেত্রে সমস্ত খরচ বহন করবে রাজ্য সরকার। সরকারি কিংবা বেসরকারি হাসপাতালে কোভিড চিকিৎসার খরচ বহন করা হবে রাজ্যে সরকারের তরফে। মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য প্রকল্পের অধীনেই ওই খরচ বহন করা হবে বলে জানানো হয়েছে। সেই সাথে আগামী ১৬ মে থেকে তামিলনাড়ুতে ৩ টাকা লিটার হিসেবে আভিন দুধ (তামিলনাড়ুর কো-অপারেটিভ থেকে উৎপন্ন আভিন মিল্ক) বিক্রি করা হবে বলেও জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর তরফে।

Related Articles

Back to top button
error: