লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল থেকে একচুলও নড়বে না ভারত; জানালেন ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত

টিডিএন বাংলা ডেস্ক: দিল্লিতে আয়োজিত একটি ওয়েবিনারে অংশগ্রহণ করে চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত বলেছেন যে পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণের (এলএসি) লাইন বরাবর পরিস্থিতি উত্তাল রয়েছে। তিনি বলেন, আমাদের অবস্থান স্পষ্ট, আমরা বাস্তব নিয়ন্ত্রণরেখায় কোনও পরিবর্তন গ্রহণ করব না। জেনারেল রাওয়াত আরো বলেন, চীনের পিএলএ লাদাখে নিজেদের দুঃসাহসের কারণে ভারতীয় বাহিনীর দৃঢ় প্রতিক্রিয়ার সম্মুখীন হচ্ছে।সীমান্তে সংঘাত ও কোনও উস্কানি ছাড়াই বড় সংঘর্ষে পরিণত হওয়ার সম্ভাবনা অস্বীকার করা যাবে না।একই সঙ্গে তিনি পাকিস্তান সম্পর্কে বলেন, জম্মু-কাশ্মীরে পাকিস্তানের অবিরাম ছদ্ম যুদ্ধ এবং ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক বাকবিতণ্ডার কারণে ভারত-পাকিস্তানের সম্পর্ক আরও খারাপ হয়েছে।