মার্কিন নির্বাচনে ট্রাম্পের বিরুদ্ধে পাঁচ মুসলিম ডেমোক্র্যাটিক সদস্যের ঐতিহাসিক জয়

টিডিএন বাংলা ডেস্ক: মার্কিন মুলুকে ডোনাল্ড ট্রাম্পের মুসলিমদের ওপর জারি করা নিষেধাজ্ঞা, ইসলামোফোবিয়া, বর্ণবিদ্বেষী মনোভাব থাকা সত্বেও নিজ নিজ রাজ্যের আইনসভায় ঐতিহাসিক বিজয় লাভ করেছেন ৫ জন মুসলিম ডেমোক্র্যাটিক কংগ্রেসের প্রার্থী। এদের মধ্যে তিনজন মহিলা এবং পুরুষ। মহিলা সদস্যরা হলেন মরি টার্নার, মদীনা উইলসন-আন্তন, ইমান জোদেহ। এরা যথাক্রমে ওকলাহোমা, ডেলাওয়্যার ও কলোরাডো থেকে জয়লাভ করেছেন। অপরদিকে, উইসকনসিন থেকে মুসলিম প্রার্থী হিসেবে প্রথমবারের জন্য নির্বাচিত হয়েছেন সাম্বা বালদেহ। এবছরের নির্বাচনে মুসলিম ভোটে যে আধিক্য দেখতে পাওয়া গেছে তার পেছনে কারণ হিসাবে ডেমোক্র্যাটিক কংগ্রেসের প্রার্থী জো বিডেনের মুসলিমদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রতিশ্রুতির কথা তুলে ধরছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।