HighlightNewsদেশ

এনএসএ অজিত ডোভালের বাড়িতে জঈশ জঙ্গীর নজরদারির ভিডিও উদ্ধার করল ভারতীয় গোয়েন্দা সংস্থা; বাড়ানো হয়েছে নিরাপত্তা

টিডিএন বাংলা ডেস্ক: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের বাড়িতে জঈশ জঙ্গির নজরদারির একটি ভিডিও উদ্ধার করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা। ৬ ফেব্রুয়ারি কাশ্মীরের সোপিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছিল জঈশ জঙ্গি হিদায়ত উল্লা মালিককে। ধৃত ওই জঙ্গির কাছ থেকে এই ভিডিও উদ্ধার করেছে গোয়েন্দারা। ওই ভিডিওর কথা জানতে পেরে ওই জঙ্গী সংগঠনের কার্যকলাপ প্রসঙ্গে সতর্ক হয়ে উঠেছেন ভারতীয় গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা আধিকারিকরা। জানা গেছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এর বাড়িতে নজরদারি করে একের পর এক তথ্য জঙ্গী সংগঠনের নেতাদের কাছে পৌঁছে দিত হিদায়ত উল্লা মালিক। এই ঘটনার পর অজিত ডোভালের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে।

তবে, শুধুমাত্র অজিত ডোভালের বাড়িতেই নয় সর্দার প্যাটেল ভবন ও নয়াদিল্লির একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবনের উপরও জঈশ নজর রেখেছিল বলে জানা গেছে। ধৃত জঈশ জঙ্গী হিদায়েত উল্লা মালিককে জেরা করে এমনই চাঞ্চল্যকর তথ্য জানতে পেরেছেন গোয়েন্দারা।

Related Articles

Back to top button
error: