HighlightNewsদেশ

চাঁদে নামা সময়ের অপেক্ষা ভারতের চন্দ্রযান ৩-র, পাঠাল চন্দ্রপৃষ্ঠের চারটি নতুন ছবি 

টিডিএন বাংলা ডেস্ক: চাঁদের দেশে নামা এখন সময়ের অপেক্ষা ভারতের চন্দ্রযান ৩-র। অবতরণের আগে চাঁদের ছবি পাঠাল চন্দ্রযান ৩-র ল্যান্ডার বিক্রম। এই ক্যামেরা ‘ডেঞ্জার’ ধরিয়ে দিচ্ছে ইসরোকে। ওই বিপদের জায়গা থেকে সতর্ক হতে পারবে ভারতীয় মহাকাশ সংস্থা

চাঁদে অবতরণের আগে চন্দ্রপৃষ্ঠের চারটি নয়া ছবি পাঠাল চন্দ্রযান ৩-র ল্যান্ডার। যা আপাতত চাঁদের মাটিতে অবতরণের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে। সোমবার সকালে ভারতীয় মহাকাশ সংস্থা ইসরোর তরফে জানানো হয়েছে, ‘চন্দ্রযান-৩ মিশন। চাঁদের যে দিক পৃথিবীর সামনে থাকে, ল্যান্ডার হ্যাজার্ড ডিটেকশন অ্যান্ড অ্যাভয়েডেন্স ক্যামেরার মাধ্যমে তার উলটো দিকের এলাকায় তোলা কয়েকটি ছবি।’

ইসরোর তরফে বলা হয়েছে, ‘চাঁদে অবতরণের জন্য একটি সুরক্ষিত জায়গা খুঁজতে সাহায্য করে এই ক্যামেরা। অর্থাৎ চাঁদের যেখানে অবতরণ করা হবে, সেখানে কোনওরকম বোল্ডার বা গভীর কোনও গর্ত না থাকে, তা নিশ্চিত করার কাজ চালিয়ে যাচ্ছে এই ক্যামেরা। যে ক্যামেরা ভারত সরকারের ‘স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার’-এ তৈরি করেছে ইসরো।’ (ছবি সৌজন্যে ISRO)

2/2 ইসরোর তরফে বলা হয়েছে, ‘চাঁদে অবতরণের জন্য একটি সুরক্ষিত জায়গা খুঁজতে সাহায্য করে এই ক্যামেরা। অর্থাৎ চাঁদের যেখানে অবতরণ করা হবে, সেখানে কোনওরকম বোল্ডার বা গভীর কোনও গর্ত না থাকে, তা নিশ্চিত করার কাজ চালিয়ে যাচ্ছে এই ক্যামেরা। যে ঈ ভারত সরকারের ‘স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার’-এ তৈরি করেছে ইসরো।’ সূত্র – দ্য ওয়াল

Related Articles

Back to top button
error: