ভারতের অর্থনীতিতে উন্নতি হচ্ছে,১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে জিএসটির কালেকশন; জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন

টিডিএন বাংলা ডেস্ক: করোনা ভাইরাসের প্রভাবে দেশের অর্থনীতিতে যে ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে আলোচনা করতে গিয়ে এদিন একটি সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, বর্তমানে দেশের অর্থনীতি দ্রুত উন্নতি করছে। এবার দেশে জিএসটির কালেকশন দশ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন এবার দেশে বৈদেশিক অর্থ নিবেশেও বৃদ্ধি দেখা যাচ্ছে।

ব্যাংকের ঋণের পরিমাণ বৃদ্ধির প্রসঙ্গে নির্মালা সিতারমন বলেন,”আরবিআই তার প্রতিবেদনে তৃতীয় ত্রৈমাসিকে ইতিবাচক প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে, এর আগে প্রত্যাশা করা হয়েছিল যে এই প্রবৃদ্ধিটি চতুর্থ প্রান্তিকে হবে। এখন দেশের ব্যাংকগুলির ঋণের প্রবৃদ্ধিও বাড়ছে।”

নির্মলা সীতারামন আরো বলেন,স্বনির্ভর ভারতের অধীনে সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে দেশে অর্থ ও খাদ্যের কোনও অভাব হবে না। এই প্রসঙ্গে অর্থমন্ত্রী সিতারমন ঘোষণা করেছিলেন যে ‘এক দেশ এক বাজার’ এর আদলে একটি দেশ একটি রেশন কার্ডের দিকে অগ্রসর হবে। সরকার ইতোমধ্যে রাজ্যগুলিকে ‘এক দেশ এক রেশন কার্ড’ প্রয়োগ করতে বলেছিল। এখন এই সুবিধা ১৮ রাজ্যকে দেওয়া হবে।

পাশাপাশি, কিষান ক্রেডিট কার্ড সম্পর্কে অর্থমন্ত্রী বলেন,এখন পর্যন্ত এক কোটি ৪৩ লাখ ১৪ হাজারেরও বেশি আবেদন এসেছে। এতে ব্যাংকগুলি এক কোটি ৫৭ লক্ষ ৪৪ হাজারেরও বেশি কিষাণ ক্রেডিট কার্ড পেয়েছে। আর মোট পর্যায়ে দুই দফায় এক লাখ ৪৩ হাজার ২৬২ কোটি টাকা কৃষকদের দেওয়া হয়েছে।