ইনসেনটিভ প্যাকেজ, এক দেশ এক রেশন কার্ড, আত্মনির্ভর ভারত রোজগার যোজনা সহ একাধিক প্রকল্পের ঘোষণা করলেন নির্মলা সীতারামন

টিডিএন বাংলা ডেস্ক: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ দিল্লিতে আত্মনির্ভর ৩.০ বা ইন্সেন্টিভ প্যাকেজের ঘোষণা করেন। এর পাশাপাশি এক দেশ এক রেশন কার্ড, আত্মনির্ভর ভারত রোজগার যোজনা, আপৎকালীন ঋণ গ্যারান্টি যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং কৃষকদের জন্য একাধিক যোজনার ঘোষণা করেন।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আত্মনির্ভর ৩.০ বা ইন্সেন্টিভ প্যাকেজ ঘোষণা করার সময় বলেন, ভারতের অর্থনৈতিক ব্যবস্থা পুনরুদ্ধার হচ্ছে, করোনাভাইরাস এর সক্রিয় আক্রান্তের পরিসংখ্যান ১০ লক্ষ থেকে কমে ৪.৯৯ লক্ষ হয়েছে। করনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর পরিসংখ্যান বর্তমানে ১.৪৭ শতাংশে চলে এসেছে।

ব্যাংকের ঋণের পরিমাণ বৃদ্ধির প্রসঙ্গে নির্মালা সিতারমন বলেন,”আরবিআই তার প্রতিবেদনে তৃতীয় ত্রৈমাসিকে ইতিবাচক প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে, এর আগে প্রত্যাশা করা হয়েছিল যে এই প্রবৃদ্ধিটি চতুর্থ প্রান্তিকে হবে। এখন দেশের ব্যাংকগুলির ঋণের প্রবৃদ্ধিও বাড়ছে।”

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, বর্তমানে দেশের অর্থনীতি দ্রুত উন্নতি করছে। এবার দেশে জিএসটির কালেকশন দশ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন এবার দেশে বৈদেশিক অর্থ নিবেশেও বৃদ্ধি দেখা যাচ্ছে।

নির্মলা সীতারামন আরো বলেন,স্বনির্ভর ভারতের অধীনে সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে দেশে অর্থ ও খাদ্যের কোনও অভাব হবে না। এই প্রসঙ্গে অর্থমন্ত্রী সিতারমন ঘোষণা করেছিলেন যে ‘এক দেশ এক বাজার’ এর আদলে একটি দেশ একটি রেশন কার্ডের দিকে অগ্রসর হবে। সরকার ইতোমধ্যে রাজ্যগুলিকে ‘এক দেশ এক রেশন কার্ড’ প্রয়োগ করতে বলেছিল। এখন এই সুবিধা ১৮ রাজ্যকে দেওয়া হবে।

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে নতুন স্বনির্ভর ভারত রোজগার যোজনা ঘোষণা করেন। তিনি বলেন, কর্মসংস্থানের মতো বিভিন্ন সমস্যার কথা ভেবে সরকার অভিবাসী শ্রমিকদের জন্য একটি বিশেষ ধরণের পোর্টাল প্রস্তুত করেছে। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের জন্য ২০ লক্ষ কোটি টাকার ত্রাণ প্যাকেজ ঘোষণা করেছিলেন।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, আপৎকালীন ঋণ গ্যারান্টি যোজনা ৩১ মার্চ ২০২১ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন ইতিমধ্যেই সরকার আপৎকালীন ঋণ গ্যারান্টি যোজনার আওতায় ৭৯,০০০ কোটি লোন বিতরণ করেছে। এর পাশাপাশি কেন্দ্রীয় অর্থমন্ত্রী কৃষকদের জন্য ৬৫ হাজার কোটি টাকার সার ভর্তুকির ঘোষণা করেছেন।