Highlightদেশ

কানহাইয়া কুমারের মুখে ছোড়া হলো কালি !

টিডিএন বাংলা ডেস্ক : কংগ্রেসের যুব নেতা তথা জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের প্রাক্তন সভাপতি কানহাইয়া কুমারের মুখে কালি। উত্তরপ্রদেশের লখনউয়তে কংগ্রেসের কার্যালয়েই এই ঘটনা।

যদিও দলের অভিযোগ, কালি নয়। কানহাইয়ার মুখে ছেটানো হয়েছে অ্যাসিড। ভাগ্যবশত সেটা মুখে লাগেনি। তার পাশে থাকা কয়েকজনের মুখে ওই অ্যাসিডের সামান্য ছিটেফোটা পড়েছিল। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়। অভিযুক্তকে ধরতে শুরু হয়েছে তল্লাশি। সূত্রের খবর, দলীয় কাজে লখনউ এসেছিলেন কানহাইয়া। উত্তরপ্রদেশে দলের হয়ে তাঁকে প্রচারে দেখা যেতে পারে। ভোট নিয়ে মঙ্গলবার লখনউয়ে দলীয় কার্যালয়ে বৈঠক করছিলেন কংগ্রেসের যুব নেতা। আচমকাই এক যুবক সেখানে ঢুকে তার মুখ লক্ষ্য করে কালি ছেটায়। ঘটনার পরেই সেখান থেকে চম্পট দেয়। এই ঘটনায় কানহাইয়ার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল।

এই ঘটনার তীব্র নিন্দা করেছে কংগ্রেস। হামলাকারীকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়েছে। তা নাহলে বড়ো ধরনের আন্দোলনের হুমকি দেওয়া হয়েছে।
বামপন্থী রাজনীতি থেকেই কানহাইয়ার উত্থান। জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সভাপতি থাকা কালীন কানহাইয়াকে হাজতবাসও করতে হয়। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে সিপিআইয়ের টিকিটে বিহারের বেগুসরাই থেকে ভোটে দাড়ান। যদিও জিততে পারেননি তিনি। সম্প্রতি তিনি কংগ্রেসে যোগ দেন।

Related Articles

Back to top button
error: