HighlightNewsদেশ

চলতি অর্থবছরের বাজেট পেশ, বাজেটে কোন জিনিসের দাম বাড়ল বা কমল

টিডিএন বাংলা ডেস্ক : ২০২২-২৩ সালের বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বাজেটে প্রত্যক্ষ কর কাঠামো অপরিবর্তিত রয়েছে। আমদানি রপ্তানি শুল্ক বদল হওয়ার ফলে নিত্য প্রয়োজনীয় বেশিরভাগ জিনিসের দাম বদল হয়েছে। একনজরে দেখব কোন জিনিসের দাম বাড়ল কি কমল।

দাম বাড়ল
বিদেশি ছাতা, ইস্পাতজাত জিনিসের, বিদেশ থেকে আমদানি করা জিনিসের, এক্স-রে মেশিনের।

দাম কমল
মোবাইল ফোন, কৃষি সরঞ্জাম, পেট্রোলিয়াম পণ্য উৎপাদনে প্রয়োজনীয় রাসায়নিক, পোশাক, হীরের গয়না, ইমিটেশন গয়না, জুতো, চামড়ার ব্যাগ, স্টিলের উপজাত দ্রব্য, কেরোসিন, জ্বালানি তেল, গ্যাসোলিন।

বাজেটে ঘোষণা করা হয়েছে সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি চালু হওয়ার কথাও। অর্থনীতির উন্নয়নে ডিজিটাল ইকোনমিতে জোর দেওয়ার কথা বলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। অর্থমন্ত্রী জানান, ২০২১-২২ এর বাজেট লগ্নিতে গতি এসেছে। আর্থিক বৃদ্ধির লক্ষ্যমাত্রা ৯.২%। পিএম গতিশক্তি মাস্টার প্ল্যানের লক্ষ্য উন্নয়ন। দেশের কর্মসংস্থান বাড়াতে আত্মনির্ভর হওয়ার বার্তা দিয়েছেন অর্থমন্ত্রী। তিনি বলেন আত্মনির্ভর ভারতে বিপুল কর্মসংস্থান হওয়ার সুযোগ রয়েছে। এই বাজেট আগামী ২৫ বছরের আর্থিক দিশা দেখাবে। ৪০০ নিউ জেনারেশন বন্দে ভারত ট্রেন আনা হবে আগামী ৩ বছরে।

Related Articles

Back to top button
error: