আলুর দাম কমানোর দাবিতে অভিনব বিক্ষোভ কর্মসূচি আইএনটিইউসি

নিজস্ব সংবাদদাতা টিডিএন বাংলা কলকাতা: বাজারে আলু অগ্নিমূল্য। ২৫ টাকার বেশি দামে আলু বিক্রি করা যাবে না বলে নবান্ন থেকে হুঁশিয়ারি দেয়া হয়েছিল। সেই আলু শহরের বাজারে ৩৫ টাকা তে বিক্রি হয়। আলুর দাম নিয়ন্ত্রণে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের কর্তাদের পথে নামতে হয়। খুচরা বাজারে ২৭টাকার বেশি দামে আলু বিক্রি করলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন ইবি কর্তারা। আর পরদিনই পথে নামল কংগ্রেসের শ্রমিক সংগঠন আই এন টি ইউ সি। আলুর দাম কমানোর দাবিতে এদিন অভিনব বিক্ষোভ কর্মসূচি পালন করেন আই এন টি ইউ সি- র সদস্যরা। বউবাজারে দাঁড়িপাল্লা আলু নিয়ে রাস্তায় বসে পড়েন বিক্ষোভকারীরা। আই টি ইউ সি- র এই বিক্ষোভের জেরে যানজট শুরু হয় এলাকায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।