টিডিএন বাংলা ডেস্ক: বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মাঁঝির এনডিএতে যোগদানের পর থেকেই অসন্তুষ্ট হয়েছেন মহাজোটে শরিক বেশ কিছু রাজনৈতিক দল। দলনেতার সেই বিদ্বেষ ক্রমশ প্রকাশিত হচ্ছে তাঁদের কথার মধ্যে দিয়ে। শুক্রবার ভিআইপি প্রধান মুকেশ সাহানি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে রীতিমত চ্যালেঞ্জ করে বলেন,”নীতিশ জি নিজেকে বিকাশ পুরুষ বলেন কিন্তু তিনি সবসময়েই সমীকরণের ভিত্তিতে মুখ্যমন্ত্রী হয়ে যান।”
মুকেশ সাহানি তাঁর দলের এক কর্মীর হত্যার ঘটনা ঘটে যাওয়ার পর তাঁর পরিবারের সদস্যদের সাথে দেখা করার জন্য হাজিপুরের করতাহাতে যান। সেখানেই সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি মুখ্যমন্ত্রী নীতিশ কুমার প্রসঙ্গে বলেন,”তিনি পরিস্থিতির জোরে মুখ্যমন্ত্রী হয়ে যাচ্ছেন। প্রত্যেকবার এমন সমিকরণ তৈরি করে নেন, যে তিনি মুখ্যমন্ত্রী হয়ে যান। যদি দম থাকে, পরিশ্রম করে থাকেন, সত্যিই যদি বিহারের জন্য কিছু করে থাকেন তাহলে একা নির্বাচন লড়ে দেখান।”
এরপর সরাসরি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে তুলনা করে তিনি বলেন,”দেখুন দিল্লিতে কেজরিওয়াল ৫ বছরই কাজ করেছেন এবং নিজের জোরে ৫৫% ভোট পেতে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হয়েছেন। যদি মুখ্যমন্ত্রী ভালো কাজ করেন তাহলে তাঁর জোট করার প্রয়োজন কোথায়?”
মুকেশ সাহানি আরো বলেন, “বিহার বিধানসভা লড়াইয়ের রেখা একেবারে পরিস্কার। একদিকে রয়েছে মহাজোট এবং অপরদিকে রয়েছে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বে পরিচালিত এনডিএ। সহমতের খেলায় দলভারি করার প্রক্রিয়া চলছে। বিহারের রাজনীতির সমস্ত বড় খেলোয়াড়রা এপারে নয়তো ওপারে রয়েছেন।”