সাংবাদিক খাসোগির হত‍্যাকান্ড : খুনিদের প্রশিক্ষণ দেওয়া হয় আমেরিকায় ?

ছবি: ইন্টারনেট

টিডিএন বাংলা ডেস্ক : ২০১৮ সালের অক্টোবর মাসে তুরস্কে সৌদি আরবের দূতাবাসে ওয়াশিংটন পোষ্টের প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগিকে নৃশংস ভাবে হত্যা করা হয় বলে অভিযোগ করে তার হবু স্ত্রী, তুর্কি নিরাপত্তা বাহিনীসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলি। খাশোগি ছিলেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের কড়া সমালোচক।

রাশিয়ার স্পুৎনিকসহ অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যমগুলির খবর অনুযায়ী, সাংবাদিক খাশোগির হত‍্যার এক বছর আগে থেকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনে টিয়ার-১ গ্ৰুপ হত‍্যাকারীদের প্রশিক্ষণ দেয়। এই গ্ৰুপের মালিক হচ্ছে সারবারাস ক‍্যাপিটাল ম‍্যানেজমেন্ট। তবে এই বিষয়ে তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। আর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইসও আইনের দোহাই দিয়ে এ নিয়ে তেমন কিছু বলতে চাননি।

তবে ইতিপূর্বে সারবারাসের সিনিয়র নির্বাহী লুইস ব্রেমার দাবি যে, সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার সঙ্গে জড়িত চার সদস্যকে তার কোম্পানি প্রশিক্ষণ দিয়েছিল। ট্রাম্পের আমলে তিনি পেন্টাগনের মনোনয়ন চেয়েছিলেন। এ সময় কংগ্রেস সদস্যদের প্রশ্নের জবাবে লিখিতভাবে বিষয়টি জানিয়েছেন ব্রেমার।

অভিযোগ মোহাম্মদ বিন সালমানের নির্দেশেই খাশোগিকে হত্যা করা হয়। যদিও মোহাম্মদ বিন সালমান ও সৌদি কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করে আসছে। এই হত্যাকাণ্ডের বিষয়ে তুরস্ক সরকার তদন্ত শুরু করে। এই বিষয়ে জাতিসংঘও পৃথক ভাবে তদন্ত শুরু করে। জাতিসংঘের তদন্ত কর্মকর্তা আগনেস ক্ল‍্যামার্দ ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ান কে দেওয়া সাক্ষাৎকারে অভিযোগ করেন, সৌদি আরবের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা তাকে দুইবার হত্যার হুমকি দিয়েছে।