নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা: সংবিধান প্রণেতা ডাক্তার বি আর আম্বেদকরের প্রয়াণ দিবস ও কালা দিবস উদযাপন করলো আইএসএফ। এদিন উত্তর ২৪ পরগনার বারাসত কলোনি মোড়ে এক সভা থেকে আদমশুমারীতে জাতভিত্তিক জনগণনা অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্রীয় সরকারকে বাধ্য করতে সর্বাত্মক প্রয়াস নেওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি সমস্ত পিছিয়ে পড়া মানুষের জন্য সংবিধান প্রদত্ত ক্ষমতায়ন কার্যকর করার জন্যও সোচ্চার হওয়ার আহবান জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন আইএসএফ চেয়ারম্যান ও বিধায়ক মহঃ নওসাদ সিদ্দিকী, বিশিষ্ট লেখিকা মন্দাকান্তা সেন, আইএসএফের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি, সহ সম্পাদক তাপস ব্যানার্জি প্রমুখ, আহমদ আলী খান, প্রফেসর অমলেন্দু দেবনাথ, জুবি সাহা, সাওন দাস, অ্যাডভোকেট জামির হোসেন, কুতুবউদ্দিন ফাতেহি সহ অন্যান্যরা।
সভায় আইএসএফ চেয়ারম্যান ও বিধায়ক মহঃ নওসাদ সিদ্দিকী বলেন, সম্প্রতি ত্রিপুরার সংখ্যালঘু ধর্মস্থান আক্রান্ত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গেও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের উপর আক্রমণ বাড়ছে বলে উল্লেখ করেন তিনি। অবিলম্বে এই অনভিপ্রেত ঘটনাগুলি বন্ধ ও নিরাপত্তা ও ন্যায়বিচার সুনিশ্চিত করার জন্য তিনি প্রশাসনের কাছে দাবী জানান নওশাদ সিদ্দিকী। সাম্প্রদায়িক হিংসা প্রতিরোধ আইনের পূর্ণ বাস্তবায়নের জন্যও সভায় সোচ্চার হন হন তিনি। দাঙ্গার তদন্ত ও ন্যায়বিচারের জন্য ট্রুথ অ্যান্ড রিকনশিলিয়েশন কমিশন (টিআরসি) গঠনের প্রয়োজনীয়তার ওপর সোচ্চার হন উপস্থিত বক্তারা। পাশাপাশি বিশিষ্ট লেখিকা মন্দাকান্তা সেন তাঁর বক্তব্য এবং কবিতার মাধ্যমে বাংলা ও রাজ্যের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি ও তার মোকাবিলা করার কথা তুলে ধরেন।