HighlightNewsদেশ

রাজস্থানের দাঙ্গা কবলিত এলাকা পরিদর্শন করে অবিলম্বে শান্তি প্রতিষ্টার দাবি মুসলিম সংগঠনগুলির

টিডিএন বাংলা ডেস্ক : রাজস্থানের দাঙ্গা কবলিত এলাকা করৌলি শহর পরিদর্শন করেছে মুসলিম সংগঠনগুলির উচ্চ-পর্যায়ের একটি প্রতিনিধি দল। দাঙ্গা-পীড়িত করৌলি শহর পরিদর্শনের পর ওই প্রতিনিধি দলটি রাজ্যে অবিলম্বে শান্তি প্রতিষ্টার দাবি করেন প্রশাসনের কাছে। একইসঙ্গে তারা এই সাম্প্রদায়ীক সংঘাত বন্ধ করতে ব্যর্থ হওয়ায় প্রশাসনের সমালোচনাও করেন। এই প্রতিনিধি দলে ছিলেন, জামাত-ই-ইসলামী হিন্দের সভাপতি সৈয়দ সাদাত উল্লাহ হুসাইন, বিভাগীয় কেন্দ্রীয় সম্পাদক মুহাম্মদ আহমেদ, জমিয়তে আহলে হাদিসের সভাপতি মাওলানা আসগর আলী ইমাম মেহেদী সালাফী, মুসলিম মজলিস-ই-মুশাউরাতের সভাপতি নাভিদ হামিদ এবং সক্রিয় কর্মী জনাব ওয়াসিক নাদিম সহ অনেকেই।

জানা গিয়েছে, ওই প্রতিনিধিদলের এই সফরের মূল লক্ষ্য হল- সাম্প্রদায়ীক সংঘাতের ফলে কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে তার মূল্যায়ন করা। এছাড়া করৌলির ক্ষতিগ্রস্থ ও আতঙ্কিত বাসিন্দাদের মধ্যে শান্তি ও আস্থা ফিরিয়ে আনা। সূত্রের খবর, এই প্রতিনিধি দলটি ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সাথেও দেখা করবে এবং তাদের কাছে অবিলম্বে দাঙ্গা-পীড়িত এলাকায় স্বাভাবিকতা, শান্তি ও সংহতি ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আবেদন করবে। পাশাপাশি যারা এই সহিংসতা ছড়িয়েছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে অনুরোধ করবে। যাতে ভবিষ্যতে আর কেউ এই ধরনের দাঙ্গা ছড়ানোর সাহস না পায়।

Related Articles

Back to top button
error: