HighlightNewsরাজ্য

রাজ্যসরকারের অধ্যাপকদের চাকরির মেয়াদ তিন বছর বৃদ্ধির প্রতিবাদে আইএসএফ

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা : রাজ্যসরকার কলেজ-বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের চাকরির মেয়াদ আরো তিনবছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বর্তমান তাদের অবসরের বয়স ৬৫ বছর আছে। কিন্তু এটি বাড়িয়ে ৬৮ বছর করতে চলেছে সরকার। রাজ্যসরকারের এই সিদ্ধান্ত বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)।

দলের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, “এমন সিদ্ধান্তের ফলে আধুনিক প্রজন্মের গবেষক এবং যারা দীর্ঘদিন নিয়োগের পরিক্ষা দিয়ে বসে আছেন অথবা কোনও ক্ষেত্রে নিয়োগের পরিক্ষা না হওয়ায় সরকারি ক্ষেত্রে সুযোগ পাননি তারা বঞ্চিত হবেন। বলা ভালো যে ভবিষ্যত প্রজন্মের বিরুদ্ধেই একপ্রকার যুদ্ধ ঘোষণা করছে সরকার। উদ্দেশ্য, তরুন কর্মপ্রার্থীদের বঞ্চিত করা। এমএ, এমএসসি, এমফিল, পিএইচডি করে অনেকে বসে আছেন। তাদের বয়স বেড়ে যাচ্ছে, অথচ নিয়োগ হচ্ছে না।”

বিবৃতিতে আরও বলা হয় যে, “এমনিতেই ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করে নেট-শ্লেট দিয়ে চাকুরির জন্য হাপিত্যেশ করছেন, অথচ চাকুরি জুটছে না। এই হঠকারী সিদ্ধান্ত পরিস্থিতিকে আরো জটিল করবে, বলাই বাহুল্য।”

সবশেষে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে দাবী তোলা হয়- “হাজার, হাজার বেকার যুবক-যুবতীদের ভবিষ্যত নিয়ে ছিনিমিনি খেলা অবিলম্বে বন্ধ করতে হবে। সরকার এই নেতিবাচক সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুক।”

Related Articles

Back to top button
error: