HighlightNewsদেশ

১৯২ কোটির ভবনে থাকতে রাজি হওয়া ঠিক নয়, উপরাষ্ট্রপতিকে আবেদন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর

টিডিএন বাংলা ডেস্ক : ১৯২ কোটির রাজকীয় বাংলা। নির্মাণ করা হবে উপরাষ্ট্রপতির জন্য। আর এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক। কংগ্রেসের রাজ্যসভার সদস্য তথা প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম এর ঘোর বিরোধিতা করেন। উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডুকে আবেদন করেন, তিনি যাতে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের বিরোধিতা করেন। শুরু থেকেই বিতর্কের কেন্দ্রে সেন্ট্রাল ভিস্তা প্রকল্প। কোভিড আবহে যেখানে অর্থনীতির নড়বড়ে দশা, জীবিকা, বাণিজ্য, কর্মসংস্থানের হাল বেহাল সেখানে কোটি কোটি টাকার সেন্ট্রাল ভিস্তা প্রকল্পর কী যুক্তি আছে? এই প্রশ্ন তোলেন বিরোধীরা। কিন্তু সরকার জানিয়ে দেয়, এই প্রকল্প চলবে। এটা আবশ্যিক। সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের মধ্যেই থাকছে নতুন সংসদ ভবন নির্মাণ, প্রধানমন্ত্রীর আবাস স্থল, রাষ্ট্রপতি ভবন। নর্থ ব্লকের কাছেই হবে উপ রাষ্ট্রপতি ভবন। যার খরচ হবে ১৯২ কোটি টাকা। এই বিপুল অর্থে এরকম একটি বাসভবন কেন তৈরি করা হচ্ছে? এমনই প্রশ্ন তুললেন বর্ষিয়ান কংগ্রেস সাংসদ চিদম্বরম।উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু কাছে তার আবেদন, তিনি যেন এই প্রকল্পের বিরোধিতা করেন। চিদম্বরম বলেন, মাননীয় উপরাষ্ট্রপতির উচিত এই ১৯২ কোটি টাকার বাসভবনে থাকতে রাজি না হওয়া। তিনি সরকারকে বলুন যেখানে এখন ব্যয় সংকোচন করা দরকার, সেখানে এই বিপুল ব্যয় অপ্রয়োজনীয়। সেন্ট্রাল ভিস্তার মতই এই বাসভবনের খরচ নিয়েও বিরোধীদের তোপের মুখে পড়েছে সরকার। তবে এসবকে পাত্তা দিতে নারাজ মোদি সরকার। উল্লেখ্য, সুপ্রিম কোর্টেও এই নিয়ে আবেদন করা হয়েছিল। যদিও এই প্রকল্প সেখানেও ছাড় পেয়ে যায়। প্রকল্প স্থগিতের আবেদন খারিজ হয়ে যায়।

Related Articles

Back to top button
error: