HighlightNewsদেশ

মোদি সরকার সর্বজ্ঞ’, আফগানিস্তান প্রসঙ্গে পরামর্শ দিতে নারাজ যশবন্ত

টিডিএন বাংলা ডেস্ক : কান্দাহার বিমান অপহরণের সময় বিদেশমন্ত্রীর কুর্সিতে ছিলেন যশবন্ত সিনহা। ২০০২ সালে যিনি আফগানিস্তান সফরেও গিয়েছিলেন। সরেজমিনে দেখেছিলেন সেখানকার পরিস্থিতি। এহেন পোড় খাওয়া এক রাজনীতিবিদ আফগানিস্তান ইস্যুতে মোদি সরকারকে কোনও পরামর্শ দিতে রাজি নন। এই প্রসঙ্গে কটাক্ষের সুরে যশবন্তের জবাব, “এই সরকার সর্বজ্ঞ। এরা সব পরামর্শের ঊর্ধ্বে।”এর পাশাপাশি প্রাক্তন বিদেশ মন্ত্রী ও অর্থমন্ত্রীর সাবধান বানী, “আফগানিস্তান তাস খেলে এদেশের বুকে যেন রাজনৈতিক সুবিধা পাওয়ার কোনও চেষ্টা না করা হয়। তাহলে তা দেশের অভ্যন্তরীণ পরিবেশকে আরও বেশি খারাপ করবে। ইতিমধ্যে উত্তরপ্রদেশের দেওবন্দের মত জায়গায় অতিরিক্ত পুলিশ আউটপোস্ট বসানো হয়েছে। যা শাসকদলের গেরুয়াকরণের অভিপ্রায় তুলে ধরছে। এটা কোনও ভাবেই কাঙ্ক্ষিত নয়।” যশবন্ত বলেন, যেভাবে আশরাফ ঘানি দেশ ছেড়ে পালালেন তা একেবারেই অনভিপ্রেত নয় বলে জানিয়ে, সে দেশের বর্তমান অবস্থার জন্য মার্কিন নীতির ব্যর্থতাকেই তুলে ধরেছেন তিনি। তার অভিমত, মার্কিন বাহিনীর ব্যবহার ছিল রোমান ইম্পিরিয়াল ফোর্স এর মত। আমেরিকা বুঝতেই পারেনি আফগানিস্তান ভৌগোলিকভাবে একটা গোটা দেশ হলেও এখানে বিভিন্ন প্রদেশের আবেগ ভিন্ন। এই বিভিন্নতার সঙ্গে একাত্ম হতে পারেনি মার্কিন বাহিনী। নিজেদের জনভিত্তি গড়তে পারেনি।যশবন্ত মনে করছেন, ভারতের সামনে বড় সুযোগ এসেছে। তার যুক্তি, আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিতে বড় ভূমিকা নিতে হবে রাষ্ট্রপুঞ্জকে। যেখানে নিরাপত্তা পরিষদে ভারত কার্যকরী ভূমিকা গ্রহণ করতে পারে। আফগান জনসাধারণের মনে ভারত সম্পর্কে একটা ইতিবাচক মনোভাব রয়েছে। আমাদের দেশের এই অবদানই আফগানিস্তানের শান্তি প্রক্রিয়ায় ভারতের অ্যাডভান্টেজ।

Related Articles

Back to top button
error: