HighlightNewsদেশ

কৃষকদের শান্তিপ‍ূর্ণ আন্দোলনকে ‘দালালদের আন্দোলন’ আখ্যা কেন্দ্রীয় মন্ত্রীর

টিডিএন বাংলা ডেস্ক : কৃষক আন্দোলন নয়। বরং ‘দালালদের আন্দোলন’। এমন অশ্লীল মন্তব্য করতে শোনা গেল কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ প্রতিমন্ত্রী শোভা করন্দলজেকে। কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্যকে কেন্দ্র করে ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। গত প্রায় ন’মাস ধরে দিল্লির একাধিক সীমান্ত অঞ্চলে তিন কৃষি আইন বাতিলের দাবিতে সংযুক্ত কিষাণ মোর্চার নেতৃত্বে শান্তিপ‍ূর্ণভাবে বিক্ষোভ আন্দোলন চালাচ্ছে পাঁচশোটির বেশি কৃষক সংগঠন। কেন্দ্রের সঙ্গে আলোচনাই সার। কালা আইন প্রত্যাহার করতে নারাজ সরকার। পাল্টা আন্দোলন চালিয়ে যাচ্ছেন অন্নদাতারা। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রী কারন্দলাজে বিক্ষোভকারীদের ‘দালাল’ এবং ‘মধ্যস্বত্বভোগী’ বলে উল্লেখ করেন। তাঁর আরও মন্তব্য, “আমরা প্রকৃত কৃষকদের বোঝাতে পারি, কিন্তু নকল কৃষকদের নয়”।

ঠিক কী বলেছিলেন তিনি? কেন্দ্রীয় মন্ত্রী শোভা করন্দলজে বলেছিলেন, সরকার আন্দোলনকারী কৃষকদের সঙ্গে ১১ দফা বৈঠক করেছে। প্রধানমন্ত্রী এই নতুন আইনের মাধ্যমে কৃষকদের সব বাধা দূর করার চেষ্টা করছেন। কেন্দ্রীয় সরকার আরও আলোচনার জন্য প্রস্তুত। কিন্তু, নয়াদিল্লির আন্দোলন দালাল, মধ্যস্বত্বভোগী দ্বারা পরিচালিত। যারা স্বার্থান্বেষী, স্বার্থের দ্বারা পরিচালিত হয় যারা কেন্দ্রীয় সরকারের বদনাম করতে চায়। করোনা সংকটের কারণে, শহর থেকে যুবকরা গ্রামীণ অঞ্চলে ফিরে যাচ্ছে কৃষিকাজের জন্য। এরপরই সমালোচনার ঝড়।প্রাক্তন মন্ত্রী এবং জেডি (এস) নেতা মহেশ বুধবার শোভা করন্দলজের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে তাঁর বক্তব্য ফিরিয়ে নিতে এবং ক্ষমা চাইতে দাবি জানান। তিনি মনে করেন, কৃষি সংক্রান্ত নতুন আইন যদি কৃষকদের স্বার্থে হয়, তাহলে সেই বক্তব্য আন্দোলনকারী কৃষকদের কাছে পৌঁছে দিতে হবে এবং তাঁদের বিশ্বাস ফিরিয়ে আনতে হবে। তাই বলে আন্দোলনকারী কৃষকদের কখনোই ‘দালাল’ বলে অভিহিত করা গ্রহণযোগ্য নয়। রাজ্য কৃষক সংগঠন ফেডারেশনের সভাপতি কুরুবুরু শান্তকুমার বলেন, সস্তা প্রচারের জন্য করন্দলজে এই বিবৃতি দিয়েছেন। মন্ত্রীর এই মন্তব্যের প্রতিবাদে কর্ণাটক আখ উৎপাদনকারী সংস্থার সদস্যরাও বিক্ষোভ দেখান এবং আন্দোলনরত কৃষকদের বিষয়ে কেন মন্ত্রী এই ধরণের মন্তব্য করেছেন তা নিয়েও প্রশ্ন তোলেন।

Related Articles

Back to top button
error: