টিডিএন বাংলা ডেস্ক: এবার কৃষক আন্দোলনকে সমর্থন করে এগিয়ে এলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বড়িষ্ঠ বিজেপি নেতা বীরেন্দ্র সিংহ। কেন্দ্রে তিনটি কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলনকে সমর্থন করেই তিনি জানিয়েছেন,কৃষকদের পাশে দাঁড়ানো তাঁর নৈতিক দায়িত্ব। তিনি বলেন, কৃষকদের মনে আশঙ্কা রয়েছে যে নতুন কৃষি আইনের মাধ্যমে তাদের আর্থিক অবস্থা প্রভাবিত হতে পারে। এ প্রসঙ্গে তিনি আরো বলেন,”আমি রাজনীতিতে যা কিছু অর্জন করেছি তা করতে পারতাম না যদি স্যার ছোটু রামের নাতি না হতাম।”এ প্রসঙ্গে তিনি আরো বলেন, আন্দোলনরত কৃষকদের সমর্থনে হরিয়ানায় সাংকেতিক অনশন করবেন তিনি।প্রসঙ্গত, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বড়িষ্ঠ বিজেপি নেতা বীরেন্দ্র সিং স্বাধীনতা পূর্ববর্তী কৃষক আন্দোলনের অন্যতম নেতা স্যার ছোটু রামের নাতি। তার ছেলে ব্রজেন্দ্র বিজেপি সাংসদ।