HighlightNewsদেশ

বিজেপি নেতাদের পোস্টে আপত্তি জানিয়ে নাড্ডাকে চিঠি দিলেন জয়রাম রমেশ

টিডিএন বাংলা ডেস্ক: সম্প্রতি একাধিক বিজেপি নেতা রাহুল গান্ধীর একটি বক্তব্যকে উদয়পুর গণহত্যার সাথে যুক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছেন। বিজেপি নেতাদের ওই পোস্টের তীব্র বিরোধিতা জানিয়েছে কংগ্রেস। কংগ্রেস নেতা জয়রাম রমেশ বিজেপি সভাপতি জেপি নাড্ডাকে এই প্রসঙ্গে একটি চিঠিতে লিখেছেন, আপনার দলের নেতা রাজ্যবর্ধন রাঠোর, সুব্রত পাঠক, কমলেশ সাইনি এবং অন্যান্য নেতারা রাহুল গান্ধীর একটি ভিডিও ক্লিপকে ভুলভাবে উপস্থাপন করেছেন। এ ব্যাপারে আজ আপনাদের পক্ষ থেকে ক্ষমা না চাওয়া হলে আপনাদের দল ও ওই নেতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কংগ্রেসের তরফে এই নোটিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হয়েছে।

প্রসঙ্গত, রাহুল গান্ধী শুক্রবার কংগ্রেসের ওয়ানাড অফিসে হামলার বিষয়ে একটি বিবৃতি দিয়েছিলেন। সংবাদমাধ্যমের সঙ্গে ওই বিষয়ে কথোপকথনের সময় রাহুল বলেন, বিজেপি ও আরএসএসের কারণে দেশে আজ ঘৃণার পরিবেশ তৈরি হয়েছে। যারা এমন কাজ করেছে তাদের দোষ নেই। সেই শিশুরা নিজেরাই জানে না এর পরিণতি কতটা মারাত্মক হতে পারে। এটা তাদের দোষ নয়, আমাদের তাদের ক্ষমা করা উচিত।

রাহুল গান্ধির ওই বক্তব্যের ক্লিপকে উদয়পুর গণহত্যার সাথে যুক্ত করে
বিজেপি নেতা রাজ্যবর্ধন রাঠোর লিখেছেন, উদয়পুর হোক বা ওয়ানাড, জেএনইউতে ‘আফজাল আমরা লজ্জিত’ এবং ‘ভারত তেরে টুকদে হঙ্গে’ গ্যাংয়ের সাথে দাঁড়িয়ে কংগ্রেসের চরিত্র একই রয়ে গেছে। জিহাদি সন্ত্রাসের বিষের বীজ কে বুনেছে, কে জল দিয়েছে, ভেবে দেখুন। এই পোস্টের একটি টুইটার সতর্কতা দেখা যায়।

শুক্রবার প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী তিন দিনের সফরে কেরালার ওয়ানাড পৌঁছন। এখানে তিনি একটি রোড শো করেন এবং মানন্তবাদিতে কিষাণ ব্যাঙ্ক ভবনের উদ্বোধন করেন। রাহুল তার অফিসেও যান। অভিযোগ, ওই অফিসেই গত ২৪জুন ভাংচুর চালিয়েছিল স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া-এর কর্মীরা।

Related Articles

Back to top button
error: