ঝাড়গ্রামে মাওবাদী আতঙ্ক ছড়িয়ে টাকা তোলার অভিযোগে গ্রেফতার পুলিশ!

প্রতীকী ছবি

টিডিএন বাংলা ডেস্ক: ঝাড়গ্রামে মাওবাদী কার্যকলাপ করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে টাকা তোলার অভিযোগে পুলিশ গ্রেফতার করল এক পুলিশকর্মীকে। গ্রেফতার হওয়া সেই ব্যক্তি হলেন, জাম্বনী থানার হোমগার্ড বাহাদুর মান্ডি। একইসঙ্গে তার এই কাজে সহযোগিতা করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে আরও ৫ জনকে। তারা হলেন, শংকর মণ্ডল, মলয় কর্মকার, মহেন্দ্র হাঁসদা, বাবলু দলই, বাবুলাল সরেন। তাদের বিরুদ্ধে অভিযোগ হল, তারা ওই এলাকায় মাওবাদী আতঙ্ক ছড়িয়ে তারপর মাওবাদীদের নাম করে টাকা তুলতেন। মাওবাদীদের নামে পোস্টারিংও করতেন। এদিন সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে জানান ঝাড়গ্রামের পুলিশ সুপার অরিজিৎ সিনহা। তিনি জানিয়েছেন, ধৃতদের মাস্টারমাইন্ড ছিল বাহাদুর মান্ডি।