HighlightNewsদেশধর্ম ও দর্শন

রাজনৈতিক স্বার্থে উমর গৌতম ও মুফতি জাহাঙ্গীর কে গ্রেপ্তার করা হয়েছেঃ জামাআত

টিডিএন বাংলা ডেস্কঃ জামাআতএ ইসলামী হিন্দ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মাওলানা ওমর গৌতম ও মুফতি কাজী জাহাঙ্গীর আলম কাসেমীকে গ্রেফতারের তীব্র প্রতিবাদ করেছে। উত্তরপ্রদেশের এন্টি স্কোয়াড ফোরস সম্প্রতি তাদেরকে গ্রেফতার করে। বর্তমানে তাদেরকে পুলিশ কাস্টডিতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জামাতে ইসলামী হিন্দের সহ সভাপতি প্রফেসর মোঃ সেলিম ইঞ্জিনিয়ার দুই সম্মানীয় আলেমের গ্রেফতার করার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছেন, “এটা সম্পূর্ণরূপে অবিচার।” তিনি বলেন, “যেভাবে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং একশ্রেণীর মিডিয়াতে যেভাবে তা প্রচার করা হচ্ছে তাতে স্পষ্ট হয়ে যায় যে বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য সিদ্ধির জন্য তাদেরকে গ্রেফতার করা হয়েছে।” উত্তরপ্রদেশের নির্বাচনকে সামনে রেখে হিংসা ও ঘৃণার পরিবেশ তৈরি করা এবং জনগণের মনে সাম্প্রদায়িক সুড়সুড়ি দিয়ে মেরুকরণ করার জন্য এই কাজ করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। ইঞ্জিনিয়ার সেলিম আরো বলেন, “একটি গণতান্ত্রিক দেশে জোরপূর্বক ধর্ম পরিবর্তন করা অপরাধ। ইসলাম ও এই ধরনের কাজকে সমর্থন করে না। আমাদের সংবিধান স্বাধীনভাবে প্রত্যেকটি নাগরিককে ধর্ম পালন করার অধিকার দিয়েছে। কেউ তা কেড়ে নিতে পারে না। ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে তাদতআদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এটা তাদের গণতান্ত্রিক ও সংবিধান প্রদত্ত অধিকার লংঘন করেছে।” তিনি শান্তি প্রিয় সংগঠন রাজনৈতিক দল এবং মানুষদের প্রতি এই অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ উঠানোর আহ্বান জানান। প্রত্যেক নাগরিকের অধিকার সুরক্ষিত রাখার জন্য সকলকে সক্রিয় হতে বলেন। তিনি উত্তরপ্রদেশ সরকারের কাছে অবিলম্বে ওমর গৌতম এবং মুফতি জাহাঙ্গীরকে মুক্তি দেওয়ার আবেদন জানান।

Related Articles

Back to top button
error: