রাজ্য

নিট পরীক্ষার্থীদের ভেবে লকডাউন প্রত্যাহারের দাবি জামায়াতে ইসলামী ও ফ্র্যাটারনিটি মুভমেন্টের

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেই শুরু হয়েছে জয়েন্ট এন্ট্রান্স ও নিট পরীক্ষা। আগামী ১৩ সেপ্টেম্বর পরীক্ষা থাকলেও তার দুইদিন আগে রাজ্যের জারি করা লকডাউন নিয়ে উষ্মা প্রকাশ করলো জামায়াতে ইসলামী হিন্দ। এক প্রেস বিজ্ঞপ্তিতে জামাআতে ইসলামি হিন্দের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি মাওলানা আব্দুর রফিক বলেন, বিভিন্ন রাজ্যের আপত্তি থাকলেও শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশে আগামী ১৩ ই সেপ্টেম্বর সর্বভারতীয় পর্যায়ে নিট পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। রাজ্যের রাজধানী কলকাতা ও শিলিগুড়ি শহরে নিট পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। কিন্তু পরীক্ষা নিয়ে নিট পরীক্ষার্থীরা হয়রানির আশঙ্কা করছে। কারন পরীক্ষার আগের দুদিন রাজ্যে লকডাউন ঘোষিত হয়েছে। ফলে দূরদূরান্ত থেকে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো দুরূহ ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। বিশেষ করে বিভিন্ন জেলা থেকে যে সমস্ত পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে তাদের অনেককেই পরীক্ষার দুইদিন আগে কলকাতা বা শিলিগুড়িতে আসতে হচ্ছে। ফলে যানবাহনে আসা, শহরে থাকা, খাওয়া – দাওয়ার ব্যবস্থাপনা করতে হচ্ছে যা খুবই কষ্টকর। তিনি আরো বলেন, এই ধরনের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার কথা মাথায় রেখে আমি রাজ্য সরকারের কাছে আর্জি জানাচ্ছি পরীক্ষার্থীদের সুবিধার জন্য ঘোষিত লকডাউন প্রত্যাহার করা হোক। যাতে করে নির্বিঘ্নে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে এবং অভিভাবক বা অভিভাবিকারা নিশ্চিন্ত হতে পারেন।

পরীক্ষার দুদিন আগে লকডাউন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ফ্র্যাটারনিটি মুভমেন্টও। এক বিজ্ঞপ্তিতে সংগঠনের রাজ্য সভাপতি মোঃ আরাফাত আলী বলেন “দেশের সরকার লক্ষ লক্ষ ছাত্রদের জীবনকে ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছে। এই অবস্থায় পরীক্ষার আগের দুই দিন রাজ্য সরকারের পূর্বঘোষিত লকডাউন অসংখ্য শিক্ষার্থীর মনে সেন্টারে পৌঁছানো নিয়ে ভীতি কাজ করবে। তাই রাজ্য সরকারকে অবিলম্বে এই লকডাউন প্রত্যাহার করে রাজ্যের পরীক্ষার্থীদের মনের দুশ্চিন্তা মুক্ত করতে হবে। রাজ্য সরকারের উচিত এই সংকটময় পরিস্থিতিতে রাজ্যের পরীক্ষার্থীদের পাশে দাঁড়ানো

Related Articles

Back to top button
error: