দেশ

ছত্রপতি শিবাজি মহারাজের মহারাষ্ট্র এমন ভীতু এবং অগণতান্ত্রিক সরকার এর আগে দেখেনি: দেবেন্দ্র ফড়নবিশ

টিডিএন বাংলা ডেস্ক: অভিনেত্রী কঙ্গনা রানউতের প্রোডাকশন হাউস মনিকর্ণিকার দপ্তর ভাঙতে বৃহন্মুম্বাই পুরসভার অতিরিক্ত সক্রিয় পদক্ষেপ নিয়ে আগেই প্রশ্ন তুলেছে মুম্বই হাইকোর্ট। এবার বিইমসি এই পদক্ষেপকে হাতিয়ার করে মহারাষ্ট্রের শিবসেনা সরকারের তীব্র নিন্দা করলেন দেবেন্দ্র ফড়ণবিশ। শিবসেনার সরকারকে ভীতু এবং অগণতান্ত্রিক সরকার বলে অভিহিত করে টুইট করে দেবেন্দ্র ফড়নবিশ বলেন,”ছত্রপতি শিবাজী মহারাজের মহারাষ্ট্র এর আগে কখনো এমন ভীতু এবং অগণতান্ত্রিক সরকার দেখেনি।”

বুধবার সকালে বিএমসির কর্মীরা কঙ্গনা রানাউতের মুম্বইয়ের বান্দ্রার পালি হিলে অবস্থিত ফিল্ম প্রোডাকশন হাউস মনিকর্ণীকার দপ্তরে বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙচুর শুরু করে দেয়। সকাল ১০:৩০ থেকে লাগাতার দুবঘনটা ধরে, কোথাও হাতুড়ি পিটিয়ে আবার কোথাও বুলডোজার চালিয়ে ভেঙে ফেলা হয় দপ্তরের ভেতরের ও বাইরের অনেক অংশ। এর আগে মঙ্গলবার চব্বিশ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বার বেআইনি নির্মাণ সংক্রান্ত নোটিশ দিয়েছে বিএমসি।

এদিকে, আগামীকাল দুপুর তিনটে পর্যন্ত বিএনপিকে ভাঙচুর বন্ধ করতে আদেশ দিয়েছে বম্বে হাইকোর্ট। শুধু তাই নয় আগামীকাল বিএমসি কে জিজ্ঞাসা করা হবে যে ঠিক কি কারনে তারা এত তাড়াহুড়ো করে ভাঙচুর শুরু করলো। হাইকোর্টের রায়ের অপেক্ষা না করে কিভাবে বুলডোজার চালানো হলো। তবে হাইকোর্টের স্থগিতাদেশ আসার আগেই যথেচ্ছভাবে ভাঙচুর চালিয়েছে বিএমসি।

এই প্রসঙ্গেই এবার কঙ্গনা রানাওয়াতের সমর্থনে টুইটারে শিবসেনা সরকারের নিন্দা করে দেবেন্দ্র ফড়নবিশ বলেন, মহারাষ্ট্র সরকার মহারাষ্ট্রের ওপর গায়ের জোরে শাসন করতে চাইছে। তাদের বিরুদ্ধে কেউ কোন কথা বললে তার বিরুদ্ধে প্রতিশোধ নেবার চেষ্টা করছে শিবসেনা। তিনি আরো বলেন যদি কেউ মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে কোন কথা বলে তা যতটা অপমানের, ততটাই অপমানের এ ধরনের পদক্ষেপ নেওয়া। নাম না করলেও কঙ্গনা রানাওয়াত এর মণিকর্ণিকা বিরুদ্ধে বিএমসির বেআইনি নির্মাণের অভিযোগ নেওয়া পদক্ষেপের উল্লেখ করে দেবেন্দ্র ফড়নবিশ এদিন বলেন যদি কেউ বিয়ানি নির্মাণ করেন তাহলে অবশ্যই তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া যেতে পারে। কিন্তু তিনি বিরুদ্ধ কোন মন্তব্য করলেন বলে তার বিরুদ্ধে বেআইনি নির্মাণ এর পদক্ষেপ নেওয়া অগণতান্ত্রিক এবং প্রতিশোধমূলক বলে জানিয়েছেন তিনি।

Related Articles

Back to top button
error: