HighlightNewsদেশ

নাইজেরিয়ার গির্জায় বর্বরোচিত হামলার নিন্দা জানিয়ে দোষীদের অবিলম্বে শাস্তির দাবি জামায়াতে ইসলামীর

নিজস্ব সংবাদ,টিডিএন বাংলা: নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্যাথলিক গির্জায় প্রার্থনারত পুন‍্যার্থীদের উপর বর্বরোচিত হামলা ও হত‍্যা কান্ডের ঘটনায় সমালোচনা শুরু হয়েছে গোটা বিশ্বে। এবার এই ঘৃণ্য হত্যা যজ্ঞের নিন্দায় সরব হল জামায়াতে ইসলামী হিন্দ। একটি বিবৃতি দিয়ে সংগঠনের তরফ থেকে অবিলম্বে এই ঘটনায় জড়িত সকল দোষীদের গ্ৰেফতার করে বিচারের মুখোমুখি করার ও তাদের দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি দেওয়ার দাবি জানানো হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়, “জামাত-ই-ইসলামী হিন্দ নাইজেরিয়ার একটি গির্জায় হামলার নিন্দা করছে। আমরা নাইজেরিয়া সরকারের কাছে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানাই। আমরা নিহত ও আহতদের আত্মীয়-স্বজনদের সঙ্গে সহমর্মিতা জানাই।”

উল্লেখ্য যে, এই বর্বরোচিত হামলার ঘটনায় এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন। সেই নিহত ব্যক্তিদের মধ্যে আবার অনেক শিশু রয়েছে। গত রবিবার দেশটির ওন্দো রাজ্যের একটি ক্যাথলিক গির্জায় উপাসকেরা জড়ো হওয়ার পরপরই উগ্রপন্থী বন্দুকবাজরা হামলা চালায়। এই ভয়াবহ হত্যা কান্ডে ঠিক কত জনের মৃত্যু হয়েছে তা আনুষ্ঠানিকভাবে উল্লেখ করেনি কর্তৃপক্ষ।
তবে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে এই ঘটনায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন। এই ভয়ংকর হত্যা যজ্ঞের বিভিষিকা এখনও ভুলতে পারেনি নাইজেরিয়ানরা। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে গোটা দেশে।

Related Articles

Back to top button
error: