নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মুর্শিদাবাদ: শীতের মরসুমে সামসেরগঞ্জের ভাঙন কবলিত এলাকার অসহায় মানুষদের পাশে দাঁড়ালো সামাজিক সংগঠন জামায়াতে ইসলামী হিন্দ। মঙ্গলবার মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার বাসুদেবপুরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই শতাধিক পরিবারের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। এদিনের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী হিন্দের রাজ্য সভাপতি মাওলানা আব্দুর রফিক, জেলা সভাপতি মোহাম্মদ মোত্তালিব, সহকারী সভাপতি আব্দুল্লাহিল কাফি, বিশিষ্ট সমাজসেবী সমরেন্দ্রনাথ ভট্টাচার্য, ব্লক সভাপতি তারিকুল ইসলাম সহ অন্যান্য বিশিষ্টজনেরা।