HighlightNewsদেশ

কৃষকদের ওপর “বল প্রয়োগের”বিরোধিতা করে পদ্মশ্রী এবং অর্জুন অ্যাওয়ার্ড সম্মানিত একাধিক প্রাক্তন খেলোয়াড়রা ফিরিয়ে দিতে চলেছেন পুরস্কার

টিডিএন বাংলা ডেস্ক: দিল্লি সীমান্তে আজ কৃষক আন্দোলনের ষষ্ঠ দিন। গত পাঁচদিন ধরে লাগাতার দিল্লির সীমান্তে কেন্দ্রের নয়াকৃষি আইনের প্রতিবাদে বিক্ষোভ দেখিয়ে চলেছেন কৃষকরা। আর তাঁদের এই বিক্ষোভ রুখতে এবং দিল্লিতে প্রবেশে তাঁদের বাধা দিতে সরকারের পক্ষ থেকে একের পর এক কাঁদানে গ্যাস, জলকামান ও লাঠিচার্জের মতন উপায় অবলম্বন করা হয়েছে।কৃষকদের ওপর এহেন বল প্রয়োগের বিরোধিতা করে এবার পদ্মশ্রী এবং অর্জুন অ্যাওয়ার্ড সম্মানিত একাধিক প্রাক্তন খেলোয়াড়রা নিজেদের পুরস্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই খেলোয়াড়দের মধ্যে শামিল রয়েছেন পদ্মশ্রী এবং অর্জুন অ্যাওয়ার্ডে সম্মানিত কুস্তিগীর কর্তার সিং, অর্জুন অ্যাওয়ার্ড এর সম্মানিত বাস্কেটবল খেলোয়াড় সজ্জন সিংহ চীমা এবং অর্জুন অ্যাওয়ার্ডে ভূষিত হকি খেলোয়াড় রাজবীর কউর। এই খেলোয়াড়রা জানিয়েছেন আগামী ৫ ডিসেম্বর তাঁরা দিল্লি গিয়ে রাষ্ট্রপতি ভবনের বাইরে তাদের পুরস্কার রেখে আসবেন।

Related Articles

Back to top button
error: