HighlightNewsরাজ্য

রাজ্য জুড়ে পুজো মণ্ডপে সম্প্রীতি স্টল দিয়ে শান্তি-সংহতির বার্তা জামাআতে ইসলামীর

টিডিএন বাংলা: রাজ্য জুড়ে ধুম ধাম করে চলছে হিন্দু ধর্মাবলম্বিদের পবিত্র উৎসব পুজো। প্রতি বছরের ন্যায় এবারও বিভিন্ন ভাবে সেজে উঠেছে পুজো মন্ডপগুলি। রাজ্য জুড়ে সেই পুজো মন্ডপে সম্প্রীতি স্টল দিয়ে শান্তি-সংহতির বার্তা দিচ্ছে জামাআতে ইসলামী হিন্দ। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সারা রাজ্য জুড়ে অসংখ্য জায়গায় এই ধরণের সম্প্রীতি স্টল দেওয়া হয়েছে। যেখান থেকে পানির বোতল, ইসলাম সম্পর্কীত নানা বই পত্র দেওয়া হচ্ছে পুন্যার্থীদের। পাশাপাশি

কেন একটি ইসলামী সংগঠন হয়ে হিন্দুদের পুজো মন্ডপে গিয়ে সম্প্রীতি স্টল দেওয়া হচ্ছে? এমন প্রশ্নের উত্তরে তারা জানিয়েছেন, মূলত মানুষের কাছে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি-সংহতির বার্তা দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ ভাবে ভিন্ন ধর্মের থেকে দূরত্ব ও ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে সমাজ বিরোধীরা সমাজে মানুষের মধ্যে সাম্প্রদায়িক উস্কানি দেয়, দাঙ্গা বাঁধায়। কিন্তু সেই দূরত্ব ও ভুল বোঝাবুঝি দূর হলে সবাই একে অপরের কাছে আসলে অপর ধর্ম সম্পর্কে জানলে এই সমস্যার সমাধান হবে। এই চিন্তা থেকেই তারা এই স্টলগুলি থেকে বিনা মূল্যে প্রকৃত ইসলামকে জানার মত বই-পুস্তক বিলি করছেন। জামাআতে ইসলামী হিন্দের এই উদ্যোগে যথেষ্ট প্রভাব পড়ছে। তাদের স্টলগুলিতে হিন্দু পুন্যার্থীদের ভিড় চোখে পড়ার মত। অধিকাংশ ব্যক্তিই এই উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ হয়েছে।

Related Articles

Back to top button
error: