নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজ্যজুড়ে বিভিন্ন মন্ডপে সম্প্রীতি স্টল করলো জামায়াতে ইসলামী হিন্দ। মূলত হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজায় মানবীয় বন্ধন ও ঐক্যকে দৃঢ় করতে রাজ্যের প্রত্যেকটি জেলার বিভিন্ন শহরে
সম্প্রীতি স্টল করেছে জামাআত। স্টলে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা, পরিস্রুত পানীয় জলের ব্যবস্থার পাশাপাশি রয়েছে সার্জিক্যাল মাস্ক দেওয়ার ব্যবস্থাও। হিন্দু ভাই ও বোনদের হাতে তুলে দেওয়া হচ্ছে, বিভিন্ন মানবীয় সম্প্রীতি মূলক লিফলেট, ইসলামী পুস্তিকা এবং পবিত্র কোরআনের বাংলা, হিন্দি ও ইংরেজি অনুবাদ।
দাওয়াহ স্টল নিয়ে জামাআতের রাজ্য দাওয়াহ সম্পাদক সাদাব মাসুম জানান, বর্তমান পরিস্থিতিতে যে ভাবে সাম্প্রদায়িক মেরুকরণ করা হচ্ছে, সমাজে বিদ্বেষ তৈরি করার প্রচেষ্টা করা হচ্ছে তার প্রতিরোধের জন্য, উভয় সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও সংহতি গড়ে তোলার লক্ষ্যে জামাআতের এই উদ্যোগ। বিগত বছরের মতো রাজ্যজুড়ে জামাআত এই উদ্যোগ গ্রহণ করেছে।