দেশ

ভারতীয় জাতীয় বিজ্ঞান মঞ্চের ফেলো নির্বাচিত হলেন ডাক্তার সামান হাবিব

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা: খুব সম্প্রতি ডাক্তার সামান হাবিব ভারতীয় জাতীয় বিজ্ঞান মঞ্চের ফেলো নির্বাচিত হয়েছেন। বর্তমানে তিনি লখনৌ এর কেন্দ্রীয় ড্রাগ গবেষণা কেন্দ্রের প্রধান বিজ্ঞানী ও প্রফেসর হিসেবে কর্মরত রয়েছেন। দেশের জাতীয় বিজ্ঞান মঞ্চের ফেলো নির্বাচিত হয়ে তিনি অভিভূত বলে সংবাদমাধ্যমের সামনে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি। ম্যালেরিয়া নিয়ে সম্পূর্ণ ভিন্নধর্মী গবেষণা ও ম্যালেরিয়ার পরজীবী বৈশিষ্ট্যের রহস্য উদঘাটন করায় তাকে এই সম্মান দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে জাতীয় বিজ্ঞান মঞ্চের সদরদপ্তর দিল্লী থেকে। ডাক্তার হাবিব এর আগেও বহুবার বিভিন্ন পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন বিজ্ঞান গবেষণায় তার বহুমুখী প্রতিভা ও কার্যক্রমের কারণে। এখানে উল্লেখ্য, ভারতীয় জাতীয় বিজ্ঞান মঞ্চ দেশের এমন একটি প্রতিষ্ঠান যার মূল লক্ষ্যই হলো দেশে বিজ্ঞানের প্রচার ও প্রসারের মাধ্যমে দেশের কল্যাণ অর্জন করা। দেশের এই জাতীয় বিজ্ঞান মঞ্চ ডাক্তার হাবিবকে ফেলো নির্বাচিত করে তার কাঁধে বিভিন্ন প্রকল্পের দায়িত্ব গুলি ছেড়ে দিতে চাইছেন বলে জানিয়েছেন বিজ্ঞান মঞ্চের এক কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানাচ্ছেন, “ডাক্তার হাবিব এর মতো অভিজ্ঞ বিজ্ঞানীর বিকল্প এই মুহূর্তে আমাদের হাতে নেই। তাই আমরা আগামী দিনের প্রকল্প গুলি তার হাতেই সঁপে দিতে চাইছি”।

Related Articles

Back to top button
error: