টিডিএন বাংলা ডেস্ক: জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন দেশের মন্ত্রীসভার সচিব ইওশিহিদে সুগা। আজ সোমবার জাপানের শাসক দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির নির্বাচনে তিনি সর্বোচ্চ সংখ্যক ভোট পান। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী পদের জন্য দৌড়ে ছিলেন প্রাক্তন বিদেশমন্ত্রী ফুমিও কিশিদা এবং প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী শিগেরু ইশিবা এবং ইওশিহিদে সুগা।কিন্তু তিনজনের মধ্যে সুগা পেয়েছেন ৩৭৭টি ভোট, কিশিদা পেয়েছেন ৮৯টি ভোট এবং ইশিবা পেয়েছেন ৬৮টি ভোট। ফলে খুব শীঘ্রই প্রধানমন্ত্রী হিসেব যোগদান করবেন
ইওশিহিদে সুগা।
উল্লেখ্য, এর আগে স্বাস্থ্য জনিত কারণ দেখিয়ে জাপানের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শিনজো আবে।