রাজ্য

কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে রাজ্যজুড়ে বিক্ষোভ প্রতিবাদ তৃণমূল কংগ্রেসের

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে সোমবার রাজ্যজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচি পালন তৃণমূল কংগ্রেসের। জিএসটি’র পাওনা টাকার দাবি, সরকারি সংস্থাগুলিকে বেসরকারিকরণের বিরোধিতা-সহ একাধিক বঞ্চনার প্রতিবাদে এদিন বিক্ষোভ সমাবেশ পালিত হয়। ওই কর্মসূচির অঙ্গ হিসাবে বেহালায় তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যাযয়ের নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। যদিও এই বিক্ষোভ কর্মসূচি হয়ে দলবদলের মঞ্চ হয়ে উঠে। এদিন বিজেপি-সহ বিরোধী দলগুলি থেকে প্রায় ৭০০ জন নেতা-কর্মী তৃণমূলে যোগ দিলেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও স্থানীয় নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button
error: