HighlightNewsদেশ

দিল্লি রায়ট মামলায় জেএনইউএর প্রাক্তনী উমর খালিদের জামিন প্রত্যাখ্যান

টিডিএন বাংলা ডেস্ক: দিল্লি রায়ট মামলায় জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নেতা উমর খালিদের জামিন প্রত্যাখ্যান করল আদালত। বৃহস্পতিবার দিল্লির করকরডুমা আদালত ২০২০ সালের উত্তর-পূর্ব দিল্লির সহিংসতার সাথে সম্পর্কিত একটি “বৃহত্তর ষড়যন্ত্র” মামলায় উমর খালিদের জামিন প্রত্যাখ্যান করেছে। গতবছর ১৪ সেপ্টেম্বর উমর খালিদ এই মামলায় গ্রেফতার হন এবং বর্তমানে তিনি তিহার জেলে বন্দি রয়েছেন। এর আগে তিনবার উমর খালিদের জামিনের আবেদনের আদেশ স্থগিত রাখার পর এদিন জামিন প্রত্যাখ্যানের আদেশ দিল আদালত। উল্লেখ্য, গত ৩ মার্চ এই মামলায় অতিরিক্ত দায়রা বিচারক রাওয়াত উমর খালিদ এবং প্রসিকিউশনের পক্ষে উপস্থিত আইনজীবীর যুক্তি শোনার পর রায় সংরক্ষণ করেন। এরপর ১৪ মার্চ এবং ২১ মার্চ উমর খালিদের জামিনের আবেদনের আদেশ স্থগিত রাখা হয়।

প্রসঙ্গত, ২০২০ সালের ফেব্রুয়ারিতে দিল্লিতে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় বিক্ষোভ তীব্র হলে উত্তর – পূর্ব দিল্লিতে সাম্প্রদায়িক সংঘর্ষের খবর পাওয়া যায়। এই মামলায় ১৮ জনকে অভিযুক্ত ঘোষণা করা হলেও এখনো পর্যন্ত মোট ৬ জন এই মামলায় জামিন পেয়েছেন। এই ছ’জনের মধ্যে শুধুমাত্র ইশরাত জাহানকে দায়রা আদালত জামিন দিয়েছে। অন্য পাঁচজন – ফাইজান খান, সাফুরা জারগার, আসিফ ইকবাল তানহা, নাতাশা নারওয়াল এবং দেবাঙ্গনা কলিতাকে জামিনের মঞ্জুরি পেতে দিল্লি হাইকোর্ট যেতে হয়েছিল। খালিদের আইনজীবী আদালতে ইউএপিএ অভিযোগের বিরোধিতা করেন এবং জানান উমর খালিদের বক্তৃতা এম কে গান্ধী, সম্প্রীতি এবং সংবিধান সম্পর্কে ছিল। যা কোনো অপরাধ নয়।

Related Articles

Back to top button
error: