HighlightNewsরাজ্য

পাঁচ বছর ধরে নিখোঁজ জেএনইউ ছাত্র নাজিব, প্রতিবাদে মানব বন্ধন ছাত্র সংগঠন এসআইও-এর

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলাঃ বিগত পাঁচ বছর ধরে নিখোঁজ আছেন জেএনইউ (JNU) এর ছাত্র নাজিম। তার মায়ের অভিযোগ, “হিন্দুত্ববাদীরা গুম করেছে নাজিবকে।” নাজিবের মা ছেলের সন্ধানে দিল্লি পুলিশের দ্বারস্থ হয়। কিন্তু পুলিশ যথাযথ ব্যবস্থা না নেওয়ায় তিনি হাইকোর্টের দারস্থ হন। হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত শুরু হয়। কিন্তু আজ ৫ বছর হয়ে গেলেও নাজিবের কোনো সন্ধান দিতে পারেনি প্রশাসন বা সিবিআই। মেধাবী ছাত্র নাজিব নিখোঁজ থাকার পরও প্রশাসন তাকে খুঁজে না পাওয়ায় প্রশাসনের গাফিলতির প্রতিবাদে ছাত্রসংগঠন এসআইও সহ বহু ছাত্র ও গণসংগঠন প্রতিবাদ, বিক্ষোভ, ডেপুটেশন, গনস্বাক্ষরের মত বিভিন্ন কর্মসূচি পালন করেছে। তাকে খুঁজে দেওয়ার দাবিতে গত ৫ বছরে আন্দোলন হয়েছে বিস্তর। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে ভারত সরকারের এত নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা বাহিনী থাকা সত্ত্বেও আজও পর্যন্ত নাজিবকে খুঁজে পাওয়া যায়নি। ফলে নিরাপত্তা বাহিনী ও পুলিশের নিরপেক্ষতা সদিচ্ছা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। আগামীকাল নাজিব নিখোঁজের পাঁচ বছর হবে। সেই উপলক্ষে এসআইও অফ ইন্ডিয়া সারা দেশজুড়ে ‘প্রটেস্ট ডে’ পালন করছে। তারই অংশ হিসেবে আজ পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে কলকাতার ‘অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’ এ একটি human-chain এর আয়োজন করে। এদিন উপস্থিত ছিলেন এসআইও পশ্চিমবঙ্গ শাখার সম্পাদক শাহাবুদ্দিন মন্ডল, রাজ্য শিক্ষাঙ্গন সম্পাদক ওয়াকিল আহমেদ সহ রাজ্যের বিভিন্ন নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলগণ। রাজ্য সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ বলেন, “প্রশাসনকে অবশ্যই নাজিব আহমেদকে খুঁজে বার করতে হবে। একই সঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠরত ছাত্র ছাত্রীদের বিশেষ করে সংখ্যালঘু, আদিবাসী ও দলিত সম্প্রদায়ের ছাত্র ছাত্রীদের নিরাপত্তা বিধান করতে হবে। তারা যাতে ভয়হীন মুক্ত পরিবেশে পড়াশোনা করতে পারে তা নিশ্চিত করতে হবে প্রশাসনকেই।”

Related Articles

Back to top button
error: