রাজ্য

নায্য চাকরির দাবি পূরণের আশায় ধর্না মঞ্চেই ‘দুঃখের’ ঈদ উদযাপন চাকরিপ্রার্থীদের

নিজস্ব প্রতিনিধি, টিডিএন বাংলা, কলকাতা: প্রথম এসএলএসটি ২০১৬ এর নবম-দশম এবং একাদশ-দ্বাদশ স্তরের শিক্ষক শিক্ষিকা নিয়োগে মেধা তালিকাভুক্ত চাকরি প্রার্থীরা এবছর ধর্না মঞ্চেই তাদের ‘দুঃখের’ ঈদ উদযাপন করল। বুধবার তাদের ধর্ণা ১৭৩ দিনে পড়ল। কলকাতার সেন্ট্রাল পার্কের ৫ নম্বর গেটের ফুটপাতে বুধবার ঈদের নামাজ আদায় করে তারা।

তাদের দাবি, যোগ্য অথচ বঞ্চিত চাকরি প্রার্থীরা তাদের ‘ন্যায্য’ দাবি পূরণের আশায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি বাস্তবায়নের আকাঙ্ক্ষায় পরিবার পরিজন ছেড়ে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে কলকাতার ফুটপাতে থেকেই পবিত্র ঈদুল আযহা উৎসব পালন করল।

‘কি হবে এই প্রহসনের পরীক্ষা নিয়ে’ যদি চাকরিটা হয় টাকা দিয়ে!’ ‘বাংলার বুকে দুঃখের এই ঈদ, যন্ত্রণার ১৭৩ দিন’- ইত্যাদি বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে ঈদের দিনে ধর্ণা কর্মসূচি পালন করে নবম থেকে দ্বাদশ স্তরের মেধা তালিকায় থাকা চাকরিপ্রার্থীরা।

মহম্মদ শহীদুল্লা নামে এক চাকরিপ্রার্থী তাদের দাবি পূরনে অবিলম্বে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে বলেন, ‘একদিকে বিশ্ব আজ যখন খুশির ঈদে মাতোয়ারা অন্যদিকে আমরা হবু শিক্ষকরা যোগ্য হয়েও বঞ্চিত। আমাদের ঈদ কাটল রাস্তায়। এভাবে আর কতদিন কাটবে আমাদের?’

চাকরিপ্রার্থী তনয়া বিশ্বাস, তৃণা হালদার জানালেন, আমরা মুখ্যমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি পূরণের অপেক্ষায় আজ ১৭৩ দিন ধরে পরিবার ছেড়ে ফুটপাথে প্রহর গুনছি। দাবি পূরণ না হওয়া অব্দি আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাব।

Related Articles

Back to top button
error: