রাজ্য
করোনা আক্রান্ত কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার
নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: কিছুদিন আগেই কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা করোনা আক্রান্ত হন এবং তিনি বাড়িতে বসে কাজ করবেন বলে জানিয়েছিলেন। এবার আর এক শীর্ষ কর্তারা করনা আক্রান্তের খবর আসলো। আক্রান্ত হলেন কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (ক্রাইম) মুরলিধর শর্মা। করোনা যোদ্ধা হিসেবে প্রথম সারিতে কাজ করা পুলিশকর্মীরা বহুদিন ধরে আক্রান্ত হচ্ছেন। নিচুতলার পুলিশকর্মীদের পাশাপাশি শীর্ষ স্থানীয় পুলিশ কর্তাদের আক্রান্তের খবরে দুশ্চিন্তা বেড়েছে লালবাজারে।