দেশ

যেদিন নুন্যতম সমর্থন মূল্য ব্যবস্থায় কোনো সমস্যা তৈরি হবে আমি পদত্যাগ করব; জানালেন হরিয়ানার উপ মুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌটালা

টিডিএন বাংলা ডেস্ক: লোকসভার পর রাজ্যসভাতেও বিতর্কিত দুটি কৃষি বিল ধ্বনি ভোটে পাশ হয়ে গেলেও বিরোধিতা কমেনি। এই বিলের চরম বিরোধিতা করেছেন সমস্ত বিরোধী দলনেতারা। পাঞ্জাব এবং হরিয়ানায় কৃষকদের মধ্যে এমএসপি অর্থাৎ ন্যূনতম সমর্থন মূল্য প্রসঙ্গে তৈরি হওয়া অসন্তোষকে হাতিয়ার করে রাজ্যসভায় তুমুল বিরোধিতা করেন বিরোধী দলনেতারা। বিরোধ এতটাই তীব্র ছিল যে রাজ্যসভার কার্যপ্রণালী চালু রাখতে ডাকতে হয় মার্শালদের। এই পরিস্থিতিতে এমএসপি ব্যাবস্থা নিয়ে বড়সড় প্রতিশ্রুতি দিলেন হরিয়ানার উপ মুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌটালা।

গতকাল, কৃষকদের ন্যূনতম সমর্থন মূল্য ব্যবস্থা প্রসঙ্গে আশ্বাস দিয়ে উপ মুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌটালা বলেন,”সংসদে যে কৃষি বিল পাশ হয়েছে সেখানে কোথাও বলা নেই এমএসপি ব্যবস্থা বন্ধ হয়ে যাবে। যেদিন নুন্যতম সমর্থন মূল্য ব্যবস্থায় কোনো সমস্যা তৈরি হবে আমি পদত্যাগ করব।”

Related Articles

Back to top button
error: