খেলা
হাড্ডাহাড্ডি লড়াই শেষে সুপার ওভারে পাঞ্জাবকে হারিয়ে জিতলো দিল্লী
টিডিএন বাংলা ডেস্ক: হাড্ডাহাড্ডি লড়াই শেষে সুপার ওভারে পাঞ্জাবকে হারিয়ে জিতলো দিল্লী। রবিবার দিন প্রথমে ব্যাট করতে নেমে দিল্লী ক্যাপিটাল ১৫৭ রান করে। জবাবে কিংস ইলেভেন পাঞ্জাব ১৫৭ রান তাড়া করলেও শেষ দুই বলে জেতার জন্য এক রান প্রয়োজন হলেও পরপর দুটো উইকেট হারায়। ম্যাচ টাই হলে সুপার ওভারের খেলা অনুষ্ঠিত হয়। সেখানে মাত্র ২ রান করে পাঞ্জাব। আর তা কার্যত হাসতে হাসতে তুলে নেয় দিল্লি।