HighlightNewsখেলাদেশ

মালদহে পঞ্চায়েতে প্রার্থী নির্বাচন নিয়ে আবারও গোষ্টি সংঘাত, তৃণমূলের পার্টি অফিসে চললো ভাঙচুর

নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা: মালদহে পঞ্চায়েতের জন্য প্রার্থী নির্বাচনকে কেন্দ্র করে আবারও গোষ্টি সংঘাতে জড়িয়ে পড়লো শাসক দল তৃণমূল কংগ্রেসের স্থানীয় ২ টি গোষ্টি। সেই সংঘাতের ফলে তৃণমূলের পার্টি অফিসে চললো ব্যাপক ভাঙচুর। ঘটনাটি ঘটেছে মালদহ জেলার গাজোল ব্লকে। তৃণমূল কংগ্রেসের ওই ব্লকের যুব তৃণমূলের কর্মীরা অভিযোগ তুলেছেন টিকিট দেওয়া হচ্ছে না তাদের। এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় থানার পুলিশ। তাদের তৎপরতায় শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসা সম্ভব হয়েছে।

উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার পঞ্চায়েত নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ করে রাজ্য নির্বাচন কমিশন। সেই ঘোষণা মতো পরের দিন শুক্রবার থেকেই মনোনয়ন পত্র জমা নেওয়া শুরু হয় রাজ্য জুড়ে। কিন্তু বিরোধী দলের নেতাদের অভিযোগ প্রতিবারের ন্যায় এবারও অশান্তি ছড়িয়ে পড়েছে সারা রাজ্যে। কোথাও বিরোধীদলীয় প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে তো কোথাও শাসকদলের মধ্যেই গোষ্টি সংঘাতের খবর পাওয়া গিয়েছে। সেই সংঘাতের দিকে ইঙ্গিত করে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করার দাবি জানিয়েছে বিরোধী দলের নেতারা।

 

 

Related Articles

Back to top button
error: