HighlightNewsখেলা

‘ফ্রি প্যালেস্তাইন’ লেখা জামা পড়ে মাঠে ঢুকে বিরাটকে জড়িয়ে ধরলো যুবক! তীব্র চাঞ্চল্য ভারত-অস্ট্রেলীয়া ম্যাচে

নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা: ভারতের আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের ভারত-অস্ট্রেলীয়া ফাইনাল ম্যাচেও উঠলো স্বাধীন ফিলিস্তিনের আওয়াজ। যখন সকলেই টানটান উত্তেজনা পূর্ণ এই খেলা দেখতে ব্যস্ত ঠিক সেই মুহূর্তে হঠাৎই ‘ফ্রি প্যালেস্তাইন’ লেখা জামা পরে মাঠের মধ্যে ঢুকে পড়ল এক যুবক। সবাইকে অবাক করে দিয়ে সরাসরি জড়িয়ে ধরল বিরাট কোহলিকে।

এই ঘটনায় প্রথমে ভেবাচেকা খেয়ে যায় প্লেয়াররা। এর ফলে বিরাটকে রীতিমতো বিরক্ত দেখায়। যদিও তৎক্ষণাৎ ছুঁটে আসেন নিরাপত্তারক্ষীরা এবং তাকে মাঠ থেকে বার করে নিয়ে যায়। তবে কিছুক্ষণ থমকে থাকার পর ফের শুরু হয় ম্যাচ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে দেখা যাচ্ছে যে মাঠে ঢুকে পড়া ওই যুবকটি সাদা রঙের একটি টি-শার্ট পরেছিল। টি-শার্টের সামনের দিকে বোমা বিস্ফোরণের মতো ছবি ছিল। আর তাতে লেখা ছিল, ‘স্টপ বম্বিং প্যালেস্তাইন’ অর্থাৎ প্যালেস্তাইনে বোমা ফেলা বন্ধ করা হোক।

এই ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ভারত-অস্ট্রেলীয়া ক্রিকেট ম্যাচে। যদিও এই ম্যাচই প্রথম নয় ইতিপূর্বেও এই ক্রিকেট বিশ্বকাপেই ময়দান থেকেই উঠেছে ‘ফ্রি প্যালেস্তাইন’ স্লোগান। এছাড়াও অন্যান্য খেলার ক্ষেত্রেও একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। অনেক ক্ষেত্রে সরাসরি খেলোয়াড়রাই ‘ফ্রি প্যালেস্তাইন’ স্লোগান তুলেছেন খেলার মাঠ থেকেই।

Related Articles

Back to top button
error: