মুম্বইয়ে হুড়মুড়িয়ে ভাঙলো বহুতল, চাপা পড়ে মৃত আট, আটকে বহু

Pic Courtesy: NDTV

টিডিএন বাংলা ডেস্ক: হুড়মুড়িয়ে ভেঙে পড়লো বহুতল। ঘটনায় চাপা পড়ে মৃত্যু হলো আটজনের। ঘটনাটি ঘটেছে
মুম্বইয়ের কাছে ভিওয়ান্ডি এলাকায়। সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, ভিওয়ান্ডির পটেল কমপাউন্ড এলাকায় একটি বিল্ডিং হঠাতই ভেঙে পড়ে। আর তাতেই চাপা পড়ে মৃত্যু হয় আটজনের। ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। ধ্বংসস্তূপে আটকে থাকা উদ্ধার করতে তৎপরতা চালাচ্ছে এনডিআরএফ ও মুম্বই পুলিশের স্পেশ্যাল রেসকিউ টিম।