HighlightNewsখেলাদেশ

কিউয়িদের ৪ উইকেটে বিশ্বকাপে পরাজিত করে পাঁচে-পাঁচ ভারত, নিউজিল্যান্ডের থেকে ২০১৯ সালের মধুর প্রতিশোধ রোহিতদের

টিডিএন বাংলা ডেস্ক: গতকাল রবিবার ধর্মশালায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪ উইকেটে জিতে পাঁচে-পাঁচ করে ফেলল ভারত। ১২ বল বাকি থাকতে ৪ উইকেটে নিউজিল্যান্ডকে হারাল রোহিত শর্ম ব্রিগেড। ৪৮তম ওভারের শেষ বলে চার মেরে দলের জয় নিশ্চিত করেন জাদেজা। এদিন টস জিতে বলিং করার সিদ্ধান্ত নেয় রোহিত। ৫০ ওভারের শেষে ২৭৩ রানে অলআউট হয়ে যায় কিউয়িরা। ডারিল মিচেল (১২৭ বলে ১৩০ রান) এবং রাচিন রবীন্দ্রর (৮৭ বলে ৭৫ রান) করেন। এছাড়াও ২৬ বলে ২৩ করেছেন গ্লেন ফিলিপস। ২৭ বলে ১৭ করেছিলেন উইল ইয়ং। নিউজিল্যান্ডের বাকিরা কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাননি।

২৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত ৪৮ ওভারে ৬ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নিয়ে বিজয়ী হয়ে যায়। ১২ বল বাকি থাকতেই ৪ উইকেটে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া। রান তাড়া করতে নেমে এদিনও শুরুটা দারুণ করেন রোহিত। ছক্কা, চারের বন্যা বইয়ে দেন। আরও একটি বড় ইনিংসের প্রত্যাশা ছিল ভারত অধিনায়কের থেকে। কিন্তু ফার্গুসনের একটা বাজে বলে আউট হন রোহিত। ৪০ বলে ৪৬ রানে আউট হন রোহিত। শুভমন গিল (২৬), শ্রেয়স আইয়ার (৩৩), কেএল‌ রাহুল (২৭)। ১৯১ রানে ৫ উইকেট হারিয়ে যখন চাপে পড়ে গিয়েছিল ভারত, তখন ঠাণ্ডা মাথায় দলকে এগিয়ে নিয়ে যেতে শুরু করেন কোহলি। ৫ রানের জন্য শতরান হাতছাড়া করেন বিরাট কোহলি। ১০৪ বলে ৯৫ রান করে আউট হন তিনি। এদিন শতরান হলেই একদিনের ক্রিকেটে ৪৯তম সেঞ্চুরি করে ছুঁয়ে ফেলতে পারতেন সচিন তেন্ডুলকরের বিশ্ব রেকর্ড।

উল্লেখ্য যে, ৪ উইকেটে জিতে যাওয়ার ফলে ভারত
২০১৯ ওডিআই বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে ছিটকে যাওয়ার যন্ত্রণায় কিছুটা হলেও প্রলেপ লাগল বলে মনে করা হচ্ছে। ভারত চলতি বিশ্বকাপের শুরু থেকেই টানা পাঁচ ম্যাচে জয় পেল।

Related Articles

Back to top button
error: