ধর্মঘটের সমর্থনে বাম-কংগ্রেসের সাথে রাজ্যের বিভিন্ন প্রান্তে যৌথ মিছিল, স্মারকলিপি ওয়েলফেয়ার পার্টির

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: আগামী ২৬ শে নভেম্বর কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশন সমূহের ডাকে সারা ভারত সাধারণ ধর্মঘটের সমর্থনে রাজ্যের বিভিন্ন প্রান্তে মিছিল করলো ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া। সোমবার ওয়েলফেয়ার পার্টি, বাম-কংগ্রেস সহ ট্রেড ইউনিয়নের ডাকে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে মহামিছিল ও জেলাশাসকের নিকট ডেপুটেশন অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন ওয়েলফেয়ার পার্টির রাজ্য সাধারণ সম্পাদক সারওয়ার হাসান। এসময় উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি আমিনুল ইসলাম, বামফ্রন্টের জেলা সম্পাদক নিরঞ্জন সিং, কংগ্রেসের জেলা সভাপতি মানস কর সহ নেতৃবৃন্দ।

আরও পড়ুন- বাংলায় ধর্মনিরপেক্ষ জোট সরকার গড়তে ওয়েলফেয়ার পার্টির নেতাদের সঙ্গে বৈঠক প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর

পাশাপাশি মুর্শিদাবাদ জেলার ফারাক্কা বিধানসভায় পথসভা করে ওয়েলফেয়ার পার্টি,বাম-কংগ্রেস। সেখানে পার্টির ব্লক সভাপতি আবেদ হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অন্যদিকে একই দাবিতে কলকাতায়ও যৌথভাবে মহামিছিল করে ওয়েলফেয়ার পার্টি, বাম-কংগ্রেস। সেখানে পার্টির শ্রমিক সংগঠন ফিটুর রাজ্য সভাপতি সেখ মোজাফফর, ওয়েলফেয়ার পার্টির রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্যদ্বয় শাহাজাদী পারভিন, মামুন আকতার হোসেন, আবু তাহের আনসারী, রাজ্য মহিলা সভানেত্রী রোহিনা খাতুন সহ অন্যান্যরা।